সংক্ষিপ্ত
এই দেশে হিজাব পরলেই জরিমানা! রাখা যাবে না লম্বা দাড়িও, এই মুসলিম দেশে জারি হল নতুন নিয়ম
হিজাব পরা বা লম্বা দাড়ি রাখা নিয়ে নিষেধাজ্ঞা এই দেশে। পোশাক-সহ অন্যান্য বিভিন্ন নিয়ম নিয়ে কড়া আইন তৈরি হল মুসলিম অধুষিত তাজিকিস্তানে। হিজাবকে এলিয়েন গার্মেন্ট বা বিদেশি পোশাক বলে অভিহিত করা হল এই দেশে। পোশাক নিয়ে এই নতুন আইন নিম্ন কক্ষ আগেই বিল পাশ করেছিল পরে এই বিল উচ্চ কক্ষও সম্মতি দিয়েছে।
গত ৮ মে অবশেষে বিল পাশ হয়েছে লোয়ার চেম্বারে। এই বিলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হিজাব ও ইসলামিক পোশাকগুলির উপর। তজিকিস্তানের এক সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে যে, এই আইনে শিশুদের পড়াশুনো নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি সুরক্ষার দিকে নজর দেওয়ার কথাও বলা হয়েছে। এই আইনে দেশের সংস্কৃতি রক্ষায় শিক্ষক ও ছাত্রদের কথাও বলা হয়েছে এই আইনে।
তাজিকিস্তানের ৯৬ শতাংশেরও বেশি মানুষ মুসলিম। ২০০৯ সাল থেকে এই দেশের সরকারি ধর্ম ইসলাম।তবে অন্যান্য ধর্ম পালনে কোনও নিষেধাজ্ঞা নেই এই দেশ। সরাকরি ভাবে নিষিদ্ধ না হলেও বহু বছর ধরেই এই দেশে হিজাব নিষিদ্ধ। পাশাপাশি নিশিদ্ধ বড় দাড়ি রাখা। নিয়ম না মেনে হিজাব পরলে মোটা টাকা জরিমানা দিতে হবে। এই জরিমানার মূল্য তাজিক মুদ্রায়৭৯২০ টাকা থেকে ৩৯ হাজার ৫০০ টাকা পর্যন্ত।
ধর্মগুরুদের ক্ষেত্রে জরিমানা আরও বেশি হতে পারে। আইন ভাঙলে ৫৪ হাজার থেকে ৫৭ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে। এই আইনের মাধ্যমে তাজিকিস্তানের জাতীয় পোশাক পরার ক্ষেত্রেই গুরুত্ব দিচ্ছে এই দেশ।