সংক্ষিপ্ত

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হ্যান্ডল 'এক্স'। অতীতে এই প্ল্যাটফর্মের নাম ছিল ট্যুইটার। ইলন মাস্ক ট্যুইটার অধিগ্রহণ করার পর এই মাইক্রোব্লগিং সাইটের নাম বদলে দেন।

শনিবার সন্ধেবেলা বিশ্বজুড়ে সমস্যায় পড়লেন ‘এক্স’ প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা। মোবাইল ফোনের পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মেও সমস্যা দেখা যায়। অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও এই সমস্যা দেখা যায়। 'এক্স' হ্যান্ডল ব্যবহারকারীরা কোনও পোস্টই করতে পারছিলেন না। অন্যদের পোস্ট দেখার ক্ষেত্রেও সমস্যা হচ্ছিল। 'এক্স' হ্যান্ডলে সমস্যা দেখা দেওয়ায় অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ক্ষোভ উগরে দেন অনেকে। 'এক্স' হ্যান্ডলে সমস্যা তৈরি হওয়ায় সবাই বিরক্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত 'এক্স' প্ল্যাটফর্মের সমস্যা পুরোপুরি মেটেনি। ইলন মাস্কের মালিকানাধীন সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সমস্যার বিষয়ে কিছু জানানো হয়নি। কতক্ষণের মধ্যে এই সমস্যা মেটানো সম্ভব হবে, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

বারবার 'এক্স' প্ল্যাটফর্মে সমস্যা

এক্স’ প্ল্যাটফর্মের মালিকানা ও নাম বদলের পর থেকেই বারবার সমস্যা দেখা যাচ্ছে। রবিবার সন্ধেবেলা ফের ‘এক্স’ প্ল্যাটফর্মে সমস্যা দেখা গেল। বিশ্বজূুড়ে কয়েক হাজার 'এক্স' ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন। অনেকেই জানিয়েছেন, টাইমলাইনে সমস্যা হচ্ছে। পোস্টের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। তবে সবার এই সমস্যা হচ্ছে না। অনেকেই স্বাভাবিকভাবে 'এক্স' প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারছেন।

 

 

ডাউনডিটেক্টরে ধরা পড়ল সমস্যা

ডাউনডিটেক্টর ওয়েবসাইটের মাধ্যমে 'এক্স', ইনস্টাগ্রাম, ফেসবুক, ভার্জিন মিডিয়ার মতো সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলি ব্যবহারকারীরা সমস্যায় পড়লে রিপোর্ট করার সুযোগ পান। কোনওদিন যদি নির্দিষ্ট সংখ্যার চেয়ে বেশি রিপোর্ট পড়লে ডাউনডিটেক্টরের পক্ষ থেকে অস্বাভাবিক ঘটনার বিষয়ে জানানো হয়। শনিবার 'এক্স' হ্যান্ডলের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সমস্যায় পড়লেই তা ডাউনডিটেক্টরে ধরা পড়ে। ইন্টারনেট, ওয়েব হোস্টিং প্ল্যাটফর্ম, ব্যাঙ্ক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির পরিষেবার উপর নজর রাখে ডাউনডিটেক্টর। কোনও সমস্যা হলেই তা জানানো হয়।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

এ কী! এক্স হ্যান্ডেলে দেখা যাবে ভুরি ভুরি পর্নোগ্রাফি, অ্যাডল্ট কন্টেন্টে নিষেধাজ্ঞা তুলে দিলেন ইলন মাস্ক

Pakistan News: জাতীয় নিরাপত্তা নিয়ে আশঙ্কা! পাকিস্তানে নিষিদ্ধ 'এক্স'

সারা বিশ্ব জুড়ে কিছু সময়ের জন্য অ্যাক্সেস করা গেল না এক্স (টুইটার), ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ