বছর শেষ। নতুন বছরের কাউন্টডাউন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে চলুন ফিরে দেখি ২০২৫ সালে বিশ্ব জুড়ে ঘটে চলা গুরুত্বপূর্ণ ঘটনাগুলি।

বছর শেষ। নতুন বছরের কাউন্টডাউন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে চলুন ফিরে দেখি ২০২৫ সালে বিশ্ব জুড়ে ঘটে চলা গুরুত্বপূর্ণ ঘটনাগুলি। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট হওয়া থেকে শুরু করে বাংলাদেশ নেপালে অশান্তির ঘটনা ঘটেছে বিশ্বজুড়ে।

১। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

২০ জানুয়ারি ২০২৫ সালে দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জো বাইডেনকে ধরাসায়ী করেন। তবে দ্বিতীয় বার প্রেসিডেন্ট হয়ে তিনি একগুচ্ছ সংস্কার করেন। যার প্রভাব পড়তে শুরু করেছে গোটা বিশ্বে।

২। ইজরায়েল-ইরান যুদ্ধ ও গাজায় যুদ্ধ বিরতি

যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ! ২০২৫ কে যুদ্ধের বছর বলা যেতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ইজরায়েল-প্যালেস্টাই যুদ্ধও চলেছে। ইরানের সঙ্গেও যুদ্ধে জড়িয়েছে ইজরায়েল। গাজা শান্তি চুক্তি হয়েছে। কিন্তু এখনই বিক্ষিপ্ত অশান্ত চলছে। অন্যদিকে ইরানও যুদ্ধ থেকে হাত কিছুটা হলেও গুটিয়ে নিয়েছে।

৩। অস্ট্রেলিয়ায় গুলি

বছর শেষে অস্ট্রেলিয়ায় বন্দুকবাজের হামলা। সিডনি বান্ডি বিচে বন্দুকবাজের হামলায় নিহত ৬। বাবা ও ছেলে মিলে হামলা চালায়। তদন্তে অস্ট্রেলিয়া প্রশাসন জানতে পেরেছিল হামলাকারীরা আইসিস অনুগামী। তাদের গাড়িতে জঙ্গি গোষ্ঠীর পতাকা রয়েছে। পাকিস্তানের যোগও স্পষ্ট ছিল।

৪। অশান্ত বাংলাদেশ

হাসিনা পরবর্তী বাংলাদেশ অশান্তির আঁতুড় ঘরে পরিণত হয়েছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার ক্রমশই বাড়ছে। পিটিয়ে মারা হচ্ছে, দীপু দাসের মত সংখ্যালঘু সাধারণ মানুষকে পিটিয়ে মারা হয়। পাশাপাশি জুলাই বিপ্লবের মুখ ওসমান হাদিকেও খুন করা হয়। যা নিয়ে উত্তাল বাংলাদেশ। এই পরিস্থিতিতে দেশে ফিরেছেন খালেদা পুত্র তারেক রহমান। হাসিনাকে শান্তি দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

৫। অশান্ত নেপাল

ছাত্র-যুব বিক্ষোভে সেপ্টেম্বরে উত্তাল হয়ে ওঠে নেপাল। ক্ষমতা থেকে সরে যেতে প্রধানমন্ত্রী ওলিকে। জেন-জেডরা মূলত রাজার শাসন ফিরিয়ে আনার দাবিতে সরব ছিল। যদিও নেপালে বর্তমানে রাষ্ট্রপতি শাসন চলছে। কিন্তু ক্ষমতার অলিন্দে ফের প্রবেশ করেছে নেপালের কমিউনিস্ট পার্টি।

৬। ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতি নিয়ে ট্রাম্পের দাবি

পহেলগাঁও হামলার পরই ভারত পাল্টা জবাব দিতে অপারেশন সিঁদুর করে। তছনছ করে দেয় পাকিস্তানের বিমানবাহিনীকে। পাল্টা পাকিস্তান সেনা বাহিনী হামলা চালায়। তৈরি হয় যুদ্ধের পরিস্থিতি। যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করেছিলেন। এমনটাই দাবি করেন তিনি। যদিও ভারত তা মানতে নারাজ। কিন্তু ট্রাম্পের দাবি তিনি গোটা বিশ্বেই যুদ্ধ থামাতে চেষ্টা করে যাচ্ছেন।

৭। ইথিওপিয়ার আগ্নেয়গিরি

১২ হাজার বছর নিস্ক্রিয় থাকার পর ইথিওপিয়ার বিশেষত আফার অঞ্চলে নভেম্বরে জেগে উঠেছিল আগ্নেয়গিরি হারালি গুব্বি। অগ্ন্যুৎপাতের ফলে প্রচুর পরিমাণে ছাই নির্গত হয়। যার প্রভাব পড়েছিল গোটা বিশ্বের বিমান পরিষেবায়। দিল্লি থেকে দেখা গিয়েছিল ইথিওপিয়ার আগ্নেয়গিরির ধোঁয়া।

৮। লুভর মিউজিয়ামে চুরি

ফ্রান্সের বিখ্যাত লুভর মিউজিয়াম থেকে চুরি গিয়েছিল বিখ্যাত শিল্পকর্ম। যা ২০২৫ সালে অন্যতম ঘটনাগুলির মধ্যে একটি।

৯। AI বিপ্লব

প্যারিসে অনুষ্ঠিত 'এআই অ্যাকশন সামিট'-এ কৃত্রিম বুদ্ধিমত্তার শাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বনেতারা একত্রিত হন। এটি প্রযুক্তির ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়

১০। উষ্ণতম বছর

২০২৫ সাল বিশ্বের ইতিহাসে উষ্ণতম দ্বিতীয় বা তৃতীয় বছর। চলতি বছর প্রাক শিল্প যুগ থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।