সংক্ষিপ্ত
স্থগিত কেকেআর এবং আরসিবির ম্যাচ
করোনার গ্রাসে কেকেআর শিবির
আক্রান্ত অন্তত ৩ ক্রিকেটার
আক্রান্ত বেশ কয়েকজন কর্মীও
স্থগিত কেকেআর এবং আরসিবির ম্যাচ। হয়ে গেল সোমবার, ৩ মে, কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ। আইপিএল ২০২১-এর এই ম্যাচটি হওয়ার কথা ছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। কেকেআর শিবিরে তীব্র কোভিড-১৯ উদ্বেগ তৈরি হওয়াতেই এই ম্যাচ স্থগিত করা হল বলে জানা গিয়েছে।
স্থগিত হয়ে গেল সোমবার, ৩ মে, কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ। আইপিএল ২০২১-এর এই ম্যাচটি হওয়ার কথা ছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। কেকেআর শিবিরে তীব্র কোভিড-১৯ উদ্বেগ তৈরি হওয়াতেই এই ম্যাচ স্থগিত করা হল বলে জানা গিয়েছে।
কেকেআর সূত্রে জানা গিয়েছে, ফ্র্যাঞ্চাইজির বেশ কয়েকজন কর্মচারী তো বটেই, কয়েকজন খেলোয়াড়ও করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁরা প্রত্যেকেই নিভৃতবাসে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্পিডস্টার প্যাট কামিন্সও করোনায় আক্রান্ত। এছাড়া, এএনআই সূত্রে জানা গিয়েছে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী এবং আরেক পেসার সন্দীপ ওয়ারিয়ারের করোনা পরীক্ষার ফলও ইতিবাচক এসেছে।