দুবাই-এ আজ আইপিএল-এর ম্যাচ  মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস  এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে শেষ দুটি দলের নাম হায়দরাবাদ ও চেন্নাই চেন্নাই এবং হায়দরাবাদ ৩টি করে ম্যাচ খেলে ১টি জয় ও ২ টি হেরেছে

এবারের আইপিএল-এ মোস্ট ফেভারিট দুই টিম। কিন্তু দুই দলের ভাগ্যে এখন পর্যন্ত একটি করে জয়। চেন্নাই এবং হায়দরাবাদ এখন পর্যন্ত ৩ টি করে ম্যাচ খেলেছে। হার ২টি ম্যাচে। জয় ১টি ম্যাচে। দুই দলের একমাত্র জয় প্রতিযোগিতার প্রথম ম্যাচে। আর দুই দলই ২ টি করে ম্যাচ হেরেছে প্রতিযোগিতায় তাদের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে। এদিন দুই দলই তাই জয়ের লক্ষে মরিয়া তাতে কোনও সন্দেহ নেই। ফলে, টসে জিতে আজ প্রথমে ব্যাট করাটাই শ্রেয় বলে মনে করছেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আর সেই কারণ টসে জয় পাওয়া হায়দরাবাদ প্রথমে ব্যাট করবে। টসে হেরে প্রথমে বোলিং করছে চেন্নাই।

LIVE SCOREBOARD-CSK VS SRH- দেখতে ক্লিক করুন এখানে

Scroll to load tweet…

আজকের ম্যাচে প্রথম একাদশ- চেন্নাই সুপার কিংস- ডুপ্লেসি, আম্বাতি রায়ডু, কেদার যাদব, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, ডোয়ান ব্র্যাভো, স্যাম কুরান, দীপক চাহার, পীযূষ চাওলা, শার্দুল ঠাকুর

Scroll to load tweet…

আজকের ম্যাচের প্রথম একাদশ- ডেভিড ওয়ার্নার,জনি বেয়ারস্টো,মণীশ পাণ্ডে,কেন উইলিয়ামসন,আব্দুল সামাদ,প্রিয়ম গর্গ,আকাশনীল শর্মা,রাশিদ খান,ভূবনেশ্বর কুমার, খলিল আহমেদ,টি নটরাজন

Scroll to load tweet…