India vs New Zealand: দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিততে না পারলে লজ্জার মুখে পড়বে ভারতীয় দল। এই কারণে রবিবারের ম্যাচে সতর্ক ভারতীয় শিবির। গত ম্যাচে হারের পর দলে বদল আনা হয়েছে।
KNOW
India vs New Zealand Third ODI: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল ভারতীয় দল। এই ম্যাচে ভারতীয় দলে একটি বদল আনা হয়েছে। বাদ পড়েছেন পেসার প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। তাঁর বদলে খেলার সুযোগ পেলেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। বিভিন্ন মহল থেকে আর্শদীপকে খেলার সুযোগ দেওয়ার দাবি জানানো হচ্ছিল। রবিবার সেই দাবি পূরণ হল। এই সিরিজের ফল এখন ১-১। ভারতীয় দল প্রথম ম্যাচে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে হেরে যায়। ফলে সিরিজ জিততে হলে ইন্দোরের (Indore) হোলকার ক্রিকেট স্টেডিয়ামে (Holkar Cricket Stadium) জয় পেতেই হবে। নিউজিল্যান্ড এখনও পর্যন্ত ভারতের মাটিতে ওডিআই সিরিজ জিততে পারেনি। রবিবারও তাদের সেই সুযোগ দিতে নারাজ ভারতীয় দল।
ভারতীয় দলে কারা আছেন?
ইন্দোরে ভারতীয় দলের হয়ে খেলছেন- রোহিত শর্মা (Rohit Sharma), শুবমান গিল (Shubman Gill) (অধিনায়ক), বিরাট কোহলি (Virat Kohli), শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer), কে এল রাহুল (KL Rahul) (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), হর্ষিত রানা (Harshit Rana), কুলদীপ যাদব (Kuldeep Yadav), আর্শদীপ ও মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। নিউজিল্যান্ডের হয়ে খেলছেন- ডেভন কনওয়ে (Devon Conway), হেনরি নিকোলস (Henry Nicholls), উইল ইয়াং (Will Young), ড্যারিল মিচেল (Daryl Mitchell), গ্লেন ফিলিপস (Glenn Phillips), মিচেল হে (Mitchell Hay) (উইকেটকিপার), মাইকেল ব্রেসওয়েল (Michael Bracewell) (অধিনায়ক), জাকারি ফাউলকেস (Zakary Foulkes), কাইল জেমিয়েসন (Kyle Jamieson), ক্রিস্টিয়ান ক্লার্ক (Kristian Clarke) ও জেডেন লেনক্স (Jayden Lennox)।
টি-২০ বিশ্বকাপের আগে শেষ ওডিআই ম্যাচ
৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup)। তার আগে রবিবারই শেষ ওডিআই ম্যাচ খেলছে ভারতীয় দল। আগামী কয়েক মাস টি-২০ ফর্ম্যাটে খেলবেন ভারতীয় ক্রিকেটাররা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


