সংক্ষিপ্ত

  • আজ আইপিএলে সিএসকে বনাম হায়দরাবাদ
  • জিতলে চেন্নাইয়ে কাছে ফের শীর্ষে ওঠার হাতছানি
  • অপরদিকে জয়ে ফিরতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ
  • হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা
     

আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ। ৫ ম্যাচে টানা চারটি জিতে এই মুহূর্তে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে এমএস ধোনির দল। আজ জিততে পারলে ফের শীর্ষ পৌছে যাবে সিএসকে। অপরদিকে, টানা তিন ম্যাচ হারের পর চতুর্থ ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে জিতলেও, পঞ্চম ম্যাচে দিল্লির বিরুদ্ধে সুপার ওভারে হারতে হয়েছে ডেভিড ওয়ার্নারের দলকে। শেষ চারের আশা জিইয়ে রাখতে গেলে আজকের ম্যাচ জিততে হবে সানরাইজার্সকে।

আরও পড়ুনঃরাসেল ঝড়ের অপেক্ষায় কেকেআর , কিন্তু 'হট অ্যান্ড সেক্সি' ছবিতে আগুন ঝড়াচ্ছেন স্ত্রী জেসিম লোরা

আত্মবিশ্বাসের তুঙ্গে সিএসকে-
প্রথম ম্যাচে একটি হার বাদ দিলে, ২০২১-এ সিএসকে যেন  ফিরে পেয়েছে সেই অপ্রতিরোধ্য ফর্ম। ২০২০ এখন শুধু একটা দুঃস্বপ্ন এই দলটার কাছে। টানা চার ম্যাত জয়ের ফলে ধোনির দলের শারীরিক ভাষাই পাল্টে গিয়েছে। চতুর্থ ট্রফি জয় এখন একমাত্র লক্ষ্য তাদের। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইডার্সের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর ধোনির দল। ব্যাটিং লাইনআপে ডুপ্লেসি, রায়না, মইন আলি, রায়ডুরা ভরসা দিচ্ছে দলকে। রানে ফিরেছে রুতুরাজও। নিচের দিকে ঝোড়ো ব্যাটিং করছে দুই অলরাউন্ডার স্যাম কারান ও রবীন্দ্র জাদেজা। ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন ধোনিও। অপরদিকে বোলিং অ্যাটাকে দুরন্ত ছন্দে রয়েছে দীপক চাহার, স্যাম কুরান, শার্দুল ঠাকুর, জাড্ড, তাহিররা। ফলে সব মিলিয়ে আজ জিতে ফের শীর্ষে ওঠাই লক্ষ্য ধোনির দলের।

আরও পড়ুনঃ শুধু ব্য়াটেই বিধ্বংসী নয়, রবীন্দ্র জাদেজার বিয়েতে চলেছিল গুলি-বোমা-ধারালো অস্ত্র, জানুন সেই কাহিনি

লড়াই দিতে  প্রস্তুত সানরাইজার্স-
প্রথম তিনটি ম্যাচে হারের পর পঞ্জাবের বিরুদ্ধে জয় কিছুটা ছন্দ ফিরিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের। তবে দিল্লির বিরুদ্ধে জয়ের দোরগোরায় গিয়েও সুপার ওভারে ম্যাচ হারতে ডেভিড ওয়ার্নারের দলকে। তবে আজকের ম্য়াচে পের জয়ের ফিরতে মরিয়া নিজামের শহরের দল। কারণ ৫টি ম্যাচে মাত্র একটিতে জয় পেয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ওয়ার্নার, বেয়ারস্টোদের। শেষ চারে ওঠার লড়াইয়ে থাকতে হলে আজকের ম্যাচ জিততেই হবে সানরাইজার্সকে। ব্য়াটিং লাইনআপে ওয়ার্নার, বেয়ারস্টো, কেন উইলিয়ামসনের ফর্ম সানরাইজার্স ম্যানেজমেন্টকে কিছুটা স্বস্তি দিলেও, বাকিদের ফর্ম নিয়ে রয়েছে চিন্তা। বোলিং লাইনআপে সিদ্ধার্থ কল ও রাশিদ খান ভালো বোলিং করছেন। বাকিদের রয়েছে ছন্দের অভাব। আজ ভুবি ফিরলে কিছুটা শক্তি বাড়বে বোলিংয়ের। সব মিলিয়ে পিছিয়ে থেকে শুরু করলেও, আজ সিএসক-কে লড়াই দিতে প্রস্তুত ওয়ার্নার ইলেভেন। 

আরও পড়ুনঃ ব্যক্তিগত জীবনে চূড়ান্ত রোমান্টিক সিএসকে তারকা, দেখুন ডুপ্লেসি ও তার স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি

মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান-
শুধু এবারের আইপিএলের ফর্ম নয়, মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানেও অনেকটাই এগিয়ে চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ১৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে এমএস ধোনির দল জিতেছে ১১ বার ও ডেভিড ওয়ার্নারের দল জিতেছে মাত্র ৪ বার। ফলে আজকেপ ম্যাচে পরিসংখ্যান কিছুটা উন্নতি করতে চাইবে এসআরএইচ উল্টোদিকে ব্যবধান আরও বাড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী সিএসকে।

ম্যাচ প্রেডিকশন-
দুই দলেই রয়েছে একাধিক ম্যাচ উইনার। তবে সিএসকে ও সানরাইজার্সের দলের ব্যাটিং বোলিং বিভাগের সার্বিক শক্তির বিচার করলে, ধোনির দলকে এবার এগিয়ে রাখতেই হবে। এছাড়া ফর্মের নিরিখে দুই দলের আকাশ-পাতাল তফাৎ। একটি দল লিগ টেবিলের একেবারে শেষে, অপর দলের কাছে শীর্ষে ওঠার হাতছানি। সব মিলিয়ে আজকের ম্যাচে ধোনির দলকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।


YouTube video player