সংক্ষিপ্ত
- আজ আইপিএলে ওয়ার্নার বনাম রাহুল দ্বৈরথ
- দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে হবে এই ম্য়াচ
- দুই দলই তাদের শেষ ম্যাচ হেরে আজ মাঠে নামছে
- আজকের ম্যাচ জিততে মরিয়া দুই দলের অধিনায়কর
আজ আইপিএলে গুরুত্বপূর্ণ ম্য়চে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পঞ্জাব। একদিকে পঞ্জাব টানা চার ম্যাচ হেরেছে, অপরদিকে নিজেদের শেষ ম্যাচ হেরেছে হায়দরাবাদও। তাই আজ জিততে মরিয়া দুই দললের অধিনায়ক কেএল রাহুল ও ডেভিড ওয়ার্নার। এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে কিংস ইলেভেন পঞ্জাব দলে তিনটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাটিং লাইনআপে গ্লেন ম্যাক্সওয়েলের জায়গায় দলে সুযোগ পেতে পারেন ক্রিস গেইল। এখনও পর্যন্ত সব ম্যাচেই ব্যর্থ হয়েছেন ম্যাক্সি। তাই গেইললকে সুযোগ দিতে পারেন পঞ্জাব। অপরদিকে কৃষ্ণাপ্পা গৌতমের জায়গায় দলে ফিরতে পারেন মুরগান অশ্বিন। এছাড়া জিমি নিশামের জায়গায় দলে সুযোগ পেতে পারেন মুজিবুর রহমান। এছাড়া মোটামুটি একই থাকছে কিংস ইলেভেন পঞ্জাবের প্রথম একাদশ।
অপরদিকে, প্রথম দুটি হারের পর টানা দুটি ম্যাচে জয় পেয়েছিল সানরাইজার্স। কিন্তু শেষ ম্য়াচে মুন্বইয়ের কাছে হারতে হয়েছে ডেভিড ওয়ার্নারের দলকে। একইসঙ্গে দলে সবথেকে বড় ধাক্কা হলল চোটের কারণে পুরো আইপিএল থেকে ছিটকে গিয়েছেন দললের তারকা পেসার ভুবনেশ্বর কুমার। ফলে ভুবনেশ্বর কুমারের জায়গায় ফের দলে সুযোগ পেতে পারেন খালিল আহমেদ। অপরদিকে, কেন উইলিয়ামসনের জায়গায় দলে আরও একবার সুযোগ পাওয়ার সম্ভাবনা মহম্মদ নবির। কিন্তু সেই সম্ভাবনা খুব একটা বেশি না। এছাড়া পুরো সানরাইজার্স হায়দরাবাদের দল একই থাকার সম্ভাবনা বেশি।
তবে দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে ডেভিড ওয়ার্নারের দল। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে ১৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১০ বার জিতেছে সানরাইজার্স হায়দরাবাদের দল। অপরদিকে, মাত্র ৪ বার জিতেছে কিংস ইলেভেন পঞ্জাব। পিছিয়ে থাকলেও আজকের ম্য়াচে সানরাইজার্সকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কিংস ইলেভেন পঞ্জাব। অপরদিকে ম্যাচ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সানরাইজার্স শিবিরও।