সংক্ষিপ্ত
- আজ আইএসএলে মেগা ম্যাচ
- মুম্বইয়ের বিরুদ্ধে নামছে মোহনবাগান
- ম্যাচ জিতে লিগ শীর্ষ যেতে মরিয়া হাবাসের দল
- অপরদিকে আত্মবিশ্বাসী সার্জিও লোবেরা মুম্বই
আজ আইএসএলের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে মুখোমুখি লিগ টেবিলের এক নম্বর দল মুম্বই সিটি এফসি ও দুই নম্বরে থাকা এটিকে মোহনবাগান। বিশেষ করে এই ম্যাচ জিতলেই লিগ টেবিলে শীর্ষে থেকেই প্রথম লেগ শেষ করবেন রয় কৃষ্ণরা। আজকের ম্যাচে দুই স্প্যানিশ কোচ আলেজান্দ্র লোপেজ হাবাস ও সার্জিও লোবেরাও মগজাস্ত্রের লড়াই দেখার অপেক্ষাতেও রয়েছেন সকলে। এটিকে মোহনবাগান ওমুম্বই ম্যাচকে ঘিরে উন্মাদনার পারদ চড়ছে ফুটবল প্রেমিদের মধ্যে।
লিগ শীর্ষে যাওয়াই লক্ষ্য বাগানের-
মরসুমে ৯ ম্যাচ খেলে ৬টি জয়, ২টি ড্র, ১টি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে এটিকে মোহনবাগানকে। শেষ ম্যাচে নর্থইষ্ট ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস আরও বেড়েছে অ্যান্টোনিও লোপেজ হাবাসের দলের। শেষ পাঁচ ম্যাচে অপরাজিত সবুজ-মেরুণ ব্রিগেড। রয় কৃষ্ণার দুরন্ত ফর্ম বড় ম্যাচের আগে স্বস্তি দিচ্ছে বাগান কোচকে। মুম্বই ম্যাচের আগে রয় কৃষ্ণা জানিয়েছেন,'যে কোনও বড় ফুটবলারই বড় ম্যাচ খেলতে চায়। আর লিগের প্রথমার্ধে এটাই আমাদের বড় ম্যাচ। আমরা নিজেদের খেলায় মন দিতে চাই। ভাল খেলতে হবে আমাদের। পরিকল্পনা অনুয়ায়ী খেলতে হবে।' পাশাপাশি হাবাস জানিয়েছেন,'যে কোনও ম্য়াচেই ফুটবলাররা আসল। কোচেরা নির্দেশ দিলেও ম্য়াচ শুরু হয়ে গেলে আর বিশেষ ভূমিকা থাকে না।'মুম্বই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে মরিয়া রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, তিরি, এডু গার্সিয়ারা।
আত্মবিশ্বাসী মুম্বই সিটি এফসি-
অপরদিকে, ৯ ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে এই মুহূর্তে মুম্বই সিটি এফসি। শেষ আট ম্যাচে অপরাজিত সার্জিও লোবেরার দল। শেষ ম্যাচেও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেয়েছে মুম্বই। দল স্বপ্নের ফর্মে থাকলেও এটিকে মোহনবাগানকে যথেষ্ট সমীহ করছে মুম্বইয়ের স্প্যানিশ কোচ। আজকের ম্যাচ যে কার্যত তারকাদের মহারণ তাও জানেন লোবেরা। কারণ একদিকে যেমন কৃষ্ণা-ফন্ড্রে লড়াই, অপরদিকে তিরি, উইলিয়ামসদের বিরুদ্ধে লড়াই হুগো বউমাস, ওগবেচেদের। যদিও নিজের দলের উপর ভরসা রাখছেন মুম্বই কোচ। আজকের ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওার বিষয়ে আত্মবিশ্বাসী মুম্বই সিটি এফসি।
ম্যাচ প্রেডিকশন-
আজকের ম্যাচ যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবিষয়ে কোনও সন্দেহ নেই। দুই দলেই তারকাদের ছড়াছড়ি। তবে সাম্প্রতিক ফর্মের বিচারে কিছুটা এগিয়ে মুম্বই শিবির। তবে ফুটবল বিশেষজ্ঞদের মতে আজকের ম্যাচে যেই দল প্রথমে গোল করবে তাদেরই জয়ের সম্ভাবনা বেশি।