সংক্ষিপ্ত
- করোনা আবহে হোমগার্ডের চাকরি
- কেএলও লিঙ্কম্যান থেকে মূলস্রোতে
- চাকরি পেলেন ৮৪ জন কেএলও লিঙ্কম্যান
- মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তাঁরা
উত্তমা সরকার, জলপাইগুড়ি: মূলস্রোতে ফেরা ৮৪ জন কেএলও লিঙ্কম্যানদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। করোনা আবহে প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে পুলিশে হোমগার্ডের চাকরির জন্য অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চাকরি পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রাক্তন কেএলও লিঙ্কম্যানরা।
এবার উত্তরবঙ্গ সফরে গিয়ে মঙ্গলবার ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে মূলস্রোতে প্রাক্তন এই কেএলও লিঙ্কম্য়ানদের চাকরির অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। করোনা আবহের মধ্যে চাকরি পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তাঁরা।
কামতাপুর লিবারেশন অরগানাইজেশনের প্রাক্তন লিঙ্কম্যানদের প্রথম ১০ জনকে চাকরি দেওয়া হয়। জলপাইগুড়িতে জেলাশাসকের দফতরে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল বৈঠকে তাঁদের নিয়োগপত্র হাতে তুলে দেন। বাকিদের পুলিশ সুপারের অফিস থেকে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।