সংক্ষিপ্ত

  • ফের করোনা নিয়ে মৃত্যুতে রেকর্ড ভাঙল রাজ্য়
  •  এবার একদিনে মৃতের সংখ্য়া দাঁড়াল ৪৯ জন
  •  আক্রান্তের সংখ্যাও এখনও পর্যন্ত সর্বোচ্চ
  • গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আক্রান্ত হয়েছে ২৭৩৯ জন 
     

ফের করোনা নিয়ে মৃত্যুতে রেকর্ড ভাঙল রাজ্য়। অবার একদিনে মৃতের সংখ্য়া দাঁড়াল ৪৯।  আক্রান্তের সংখ্যাও এখনও পর্যন্ত সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আক্রান্ত হয়েছে ২৭৩৯ জন৷ মৃতদের মধ্যে কলকাতারই ২০ জন৷

রবিবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিন বলছে,একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৪৯ জনের৷ একদিনের হিসেবে এটাই রাজ্য়ে সর্বোচ্চ রেকর্ড৷  এখনও পর্যন্ত সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১৬৭৮ জন৷ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৩৯ জন৷ গতকাল এই সংখ্য়াটা ছিল ২৫৮৯ জন৷ এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাটা পৌঁছে গেল ৭৫ হাজার ৫১৬ জনে৷

গতকাল রাজ্য়ে একদিনে করোনা নিয়ে মৃতের সংখ্য়া ছিল ৪৮ জন। যা ২৪ ঘণ্টার মৃতের সংখ্য়ার নিরিখে রাজ্য় সর্বোচ্চ। শনিবার স্বাস্থ্য় ভবনের বুলেটিন বলেছে, রাজ্য়ে সংক্রমণে আক্রান্ত হয়েছে আড়াই হাজারেরও বেশি। একদিনে রাজ্য়ে টেস্ট হয়েছে ২০ হাজারের বেশি। আক্রান্ত হয়েছেন ২৫৮৯ জন৷

সংখ্য়া বলছে, এই প্রথম বার রাজ্য়ে একদিনে আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়াল৷ যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬২৯ জন৷ সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭২,৭৭৭ জন৷ গতকাল যা ছিল ৭০,১৮৮ জন৷ পরিসংখ্য়ান অনুযায়ী পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ সংক্রামিতের সংখ্যা ২০, ৬৩১৷ 

গত ২৪ ঘণ্টায় যা বেড়েছে ৩৯৮ জন৷ তবে আশার খবর, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,১৪৩ জন৷ এখনও পর্যন্ত রাজ্য়ে মোট সুস্থ হয়ে উঠলেন ৫০,৫১৭ জন৷ সুস্থ হয়ে ওঠার হার বেড়ে হয়েছে ৬৯.৪১ শতাংশ৷ যা গতকাল ছিল ৬৮.৯২ শতাংশ৷ করোনা টেস্টের সংখ্য়া গত ২৪ ঘন্টায় ২০,০৬৫৷

বুলেটিন অনুয়ায়ী এটাই রাজ্য়ে সর্বোচ্চ টেস্ট৷ শুক্রবার এই সংখ্যাটা ছিল ১৯,০০৩টি৷ এই পর্যন্ত মোট টেস্টের সংখ্যা ৬ লক্ষ ছাড়িয়ে গেল৷ শনিবারের তথ্য অনুযায়ী, বাংলায় মোট টেস্ট হয়েছে,৯ লক্ষ ১৩ হাজার ৪৬৫ টি৷ তবে মৃতের সংখ্য়া চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য় ভবনের। যে ৪৮ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতারই ১৯ জন৷ এছাড়াও উত্তর ২৪ পরগনার রয়েছে ১৩ জন৷ পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার ২ জন৷ হাওড়া ৬ জন৷ হুগলি ১ জন৷ পূর্ব মেদিনীপুর ২ জন৷ নদিয়া ১ জন৷ মুর্শিদাবাদ ১ জন৷ উত্তর দিনাজপুর ২ জন৷ জলপাইগুড়ি ১ জন৷