সংক্ষিপ্ত
- দক্ষিণ কলকাতার বহুতলের ৮ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক তরুণী
- মৃতার নাম জসমিন মিত্র (৩০), তাঁর অফিস মিন্টো পার্কে
- সেই অফিসের বিল্ডিং থেকেই আজ ১১টা নাগাদ ঝাঁপ মারেন ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা জসমিন
- সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন
দক্ষিণ কলকাতার বহুতলের ৮ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক তরুণী। মৃতার নাম জসমিন মিত্র (৩০)। তাঁর অফিস মিন্টো পার্কে। সেই অফিসের বিল্ডিং থেকেই আজ সোমবার বেলা ১১টা নাগাদ ঝাঁপ মারেন ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা জসমিন। সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অফিসের নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, এই বিল্ডিংএর এক বেসরকারি গাড়ি বিমা সংস্থায় কাজ করতেন জসমিন। বেলা ১১টা নাগাদ উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ পেতেই নিরাপত্তারক্ষীরা গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তরুণণীর দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ভবানীপুর থানার পুলিশকে।
পুলিশ জানিয়েছে, তরুণীর টেবিল থেকে তাঁর মোবাইলটি উদ্ধার করা হয়েছে। জানলার সামনে থেকে তাঁর জুতো পাওয়া গিয়েছে। ওই জানলা থেকেই তিনি ঝাঁপ দিয়েছিলেন বলে জানা গিয়েছে।
তবে কী কারণে জসমিন আত্মহত্যা করেছেন, সে ব্যাপারে এখনও কিছু জানতে পারেনি পুলিশ। জানা গিয়েছে অন্য ধর্মে বিয়ে হয়েছিল তাঁর। কিন্তু সেখানেও গন্ডগোলের খোঁজ পায়নি পুলিশ। তাই ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।