সংক্ষিপ্ত
ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত। ঘন কুয়াশার চাদরে মুড়ে গেছে কলকাতার বিভিন্ন জায়গা। বাদ পড়েনি কলকাতা বিমানবন্দর সহ আশেপাশের এলাকা।
ঘন কুয়াশার (Heavy Fog) কারণে কলকাতা বিমানবন্দরে বিমান (Kolkata Airport) চলাচল ব্যাহত। ঘন কুয়াশার চাদরে মুড়ে গেছে কলকাতার বিভিন্ন জায়গা। বাদ পড়েনি কলকাতা বিমানবন্দর সহ আশেপাশের এলাকা। যে কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে কমে এসেছে এবং প্রভাব পড়েছে বিমান চলাচলে। সকাল থেকেই বেশ কয়েকটি বিমান দেরিতে ছাড়া হয়েছে।
চলতি মাসেই ১১ তারিখ ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক পর্যায়ে প্রায় ২৮ টি ( 28 planes) বিমানকে দিল্লি-সহ ৭ শহরে অবতরণ করানো হয়। প্রসঙ্গত, আগেই আবহাওয়া দফতর জানিয়েছে, ভোরের দিকে দুই বঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি। আর সেই পূর্বাভাস মিলে গিয়েছে। এদিন সকালেও ঘন কুয়াশায় ঢেকে যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার জেরে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যায় কলকাতা বিমানবন্দরেও। গত ১১ ফেব্রুয়ারি, যার ফলে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক পর্যায়ে প্রায় ২৮ টি ( 28 planes) বিমানকে পাটনা, রাঁচি, ভুবনেশ্বর, লখনৌ, বাগডোগরা, গুয়াহাটি ও দিল্লীতে অবতরণ করানো হয়। আর আবার সেই স্মৃতিই ফিরে এল সোমবারেও। সোমবার দৃশ্যমানতা ৫০ মিটারে কমে আসায় রীতিমতো অসুবিধার মুখে পড়ে একাধিক উড়ান। যার জের ভোগান্তির সম্মুখীন হন যাত্রীরাও।
আরও পড়ুন, 'মাতৃভাষার জন্য লড়াই করা সকল শহীদদের সেলাম', ভাষা দিবসে সবাইকে শুভেচ্ছা মমতার
এদিন সকাল থেকে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকার কারণে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বিমান চলাচল ব্যাহত। পাশাপাশি কুয়াশার জেরে হেড লাইট জ্বালিয়েও মেলেনি সুরাহা। ভিআইপি রোড, নিউটাউনের রাস্তা সহ বিভিন্ন জায়গায় যান চলাচলে (Transport) সমস্যা দেখা গিয়েছে।বৃষ্টির পাশাপাশি ঘন কুয়াশায় ঢেকে গেছে শহর কলকাতার একাধিক এলাকা। বাদ পড়েনি কলকাতা বিমানবন্দর সহ আশেপাশের এলাকা। স্বাভাবিকভাবেই শহরে এর আগে কুয়াশার জেরে একাধিক দুর্ঘটনার খবর এসেছে। তাই কোনও ঝুঁকি না নিয়েই ভিআইপি রোড ও নিউটাউনে রাস্তায় সহ গাড়ি চলছে ধীরগতিতে। প্রসঙ্গত শহরে শীতের দেখা না মিললেও কুয়াশায় এদিন অফিস যাত্রীদের অসুবিধা হয়েছে। বিমাবন্দর এলাকায় কোন রুটের বাস আসছে, তা বোঝা দায়। কারণ ঘন কুয়াশা তাও ঢেকে গিয়েছে এদিন। এদিকে পড়ুয়া, শিক্ষার্থীরাও এদিন ভোর বেলা বেড়িয়ে ঘন কুয়াশা একটু অসুবিধার মধ্য়েই পড়েছে।