সংক্ষিপ্ত
গরমের জেরে হাসফাঁস দক্ষিণবঙ্গের। তাপমাত্রা ঊর্ধ্বগামিতা এখন কিছুটা হলেও কম। বিশেষ করে শুক্রবার সন্ধ্যা থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। যার জেরে তাপমাত্রা শনিবার সকাল থেকে একটু সহনীয় ছিল। কলকাতা এবং শহরতলির জিজ্ঞাসা ছিল তাদের কপালে কবে বৃষ্টি। অবশেষে এল সেই কাঙ্খিত ক্ষণ। ছ্যাঁকা পোড়া দাবদাহে মিলল স্বস্তি।
আবশেষে এল স্বস্তির বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়েই শনিবার সন্ধ্যে থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় কালবৈশাখীর দেখা পাওয়া গেল। সঙ্গে এল স্বস্তির বৃষ্টি। পাল্লা দিয়ে তাপমাত্রাও একধাক্কায় অনেকটা নেমে যায়। বেশ কয়েক দিন ধরেই বৃষ্টির জন্য হাহাকার দেখা দিয়েছিল । তীব্র দাবদহে পুড়ছিল দোটা দক্ষিণবঙ্গ। দীর্ঘ দিন পরে এটাই ছিল প্রথম চৈত্র - যেখানে কোনও কালবৈশাখীর দেখা পাওয়া যায়নি।
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কলকাতা ও গাঙ্গেয় উপত্যকা পুড়ছিল প্রবল গরমে। সঙ্গে বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহও হয়েছিল। ফেব্রুয়ারি মাসে শেষ বৃষ্টি হয়েছে কলকাতাসহ দক্ষিণ বঙ্গের জেলাগুলি। প্রায় ৬০ দিনেও বেশি সময় বৃষ্টিশূন্য অবস্থায় ছিল দক্ষিণবঙ্গে। এদিনের কালবৈশাখী একই সঙ্গে বৃষ্টির খরা কাটিয়ে দিল কলকাতা। গতকালই সন্ধ্যেবেলা বর্ধমান ও বীরভূমে ঝড় ও বৃষ্টি হয়েছিল। যাতে কিছুটা হলেও কমেছিল তাপমাত্রার প্রভাব।
এপ্রিলের গরমকেও ছাড়িয়ে যাবে মের তীব্রতা। ভারতের আবহাওয়া দফতর বলেছে মে মাসে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। দেশের অন্যান্য অংশেও প্রবল গরম থাকবে বলে পূর্ভাবাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া বিজ্ঞানী এম মহাপাত্র জানিয়েছেন, এপ্রিল মাসে উত্তর পশ্চিম ও মধ্য ভারতের গড় সর্বোচ্চ তাপমাত্র ১২০ বছরের বছরের তাপমাত্রাকে ছাপিয়ে গেছে। তিনি আরও বলেছেন এপ্রিল মাসে এই এলাকার গড়ৃ তাপমাত্রা ৩৫.৯০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭.৭৮ ডিগ্রি সেলসিয়ালসের মধ্যে ঘোরাফেরা করেছে।
আবাহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী রাজধানী দিল্লিতে ৭২ বছরের সর্বোচ্চ গরম রেকর্ড হয়েছে এপ্রিলে। শুক্রবার তাপমাত্রা ছিল সর্বাধিক। তবে আগামী মে মাসেও প্রবল গরম পড়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বভারতের জন্য সুখবর রয়েছে। আগামী ৩ মে পর্যন্ত অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়সহ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। প্রবল বৃষ্টির কারণে এই এলাকা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার পারদ সাময়িক নিম্মগামী হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শনি ও রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার রাত থেকেই বেশ কয়েকটি জায়গায় দেখা গেছে কালবৈশাখীর দাপট। বৃহস্পতিবারই রাজস্থান ও গুজরাটের বেশ কয়েকটি এলাকায় তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি ছুঁয়েছে।