সংক্ষিপ্ত

বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠক বসে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সূত্রের খবর এই অবস্থায় পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রিত্ব নিয়ে আলোচনা শুরু হয়। অবশেষে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়কে।

পার্থ চট্টোপাধ্য়ায়কে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভার। স্কুল শিক্ষক নিয়োগ দুর্ণীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একের পর নাম প্রকাশ্যে আসছে তাঁর বান্ধবীদের। যাদেরই মধ্যে একজন অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। এই টাকা যে পার্থ চট্টোপাধ্যায়ের তা প্রাথমিক জেরাতেই জানিয়েছিলেন অর্পিতা। যা নিয়ে দল যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে বলেও সূত্রের খবর। কিন্তু তাঁর গ্রেফতারির পর এখনও পর্যন্ত  তাঁকে সরানো হয়নি দলের মহাসচিবের পদ থেকে। এই অবস্থায় বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠক বসে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সূত্রের খবর এই অবস্থায় পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রিত্ব নিয়ে আলোচনা শুরু হয়। অবশেষে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়কে।

এদিকে, পার্থ চট্টোপাধ্যায় ক্যাবিনেট মন্ত্রী থাকবেন কি না তা নিয়ে জল্পনা শুরু হয়। প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার ঘিরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এই ঘটনা দলের জন্য অসম্মানের। আমাদের সকলের জন্য লজ্জার। যেভাবে দলকে লজ্জার মুখে পড়তে হয়েছে, সেই দিকও দল ভেবে দেখবে বলে জানান কুণাল। এরপরেই বড় সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। 

স্কুল শিক্ষক নিয়োগ দুর্ণীতিকাণ্ডে আর্থিক তছরুপের অভিযোগ ওঠার পর পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছে বিরোধীরা। দলের অন্দরেও পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে চাপ বাড়ছিল। এই অবস্থায় মন্ত্রিত্ব থেকে তাঁকে ছেঁটে ফেলার মত কঠিন সিদ্ধান্তই নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। উল্লেখ্য শিল্প ছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের হাতে ছিল, পরিষদীয়, তথ্য প্রযুক্তির মত গুরুত্বপূর্ণ দফতর। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অপসারিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। মাত্র ১৫ মিনিট হয় এই বৈঠক।  তারপরই নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করা হয়। এই তিনটি দফতর আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

পার্থকে গ্রেফতারের দিনেই তৃণমূল জানিয়ে দেয়, আদালতে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল। মমতাও এক অনুষ্ঠানের বক্তৃতায় একই কথা বলেন। মমতা এবং তার দলের শীর্ষ নেতৃত্ব বুঝিয়ে দেন, আপাতত পার্থকে দলীয় পদ বা মন্ত্রিত্ব থেকে সরানো হচ্ছে না। কিন্তু বুধবার রাতে যেভাবে ইডি আরও বিপুল পরিমাণে টাকা উদ্ধার করল তাতে করে যে আর কোন সুযোগ দেবে না দল তা এক প্রকার স্পষ্ট ছিল। বৃহস্পতিবার কুণাল ঘোষও দাবি তোলেন অবিলম্বে পার্থকে অপসারণ করার।