সংক্ষিপ্ত

পুজোর মধ্যেও সামনে এল রাজনৈতিক বিবাদ। সিপিএমর বইয়ের স্টল ঘিরে অশান্তিকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। প্রতিবাদ সভায় যোগ দিতে গিয়ে গ্রেফতার সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, চিত্রপরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ ৯ জন।

পুজোর মধ্যেও সামনে এল রাজনৈতিক বিবাদ। সিপিএমর বইয়ের স্টল ঘিরে অশান্তিকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। প্রতিবাদ সভায় যোগ দিতে গিয়ে গ্রেফতার সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, চিত্রপরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ ৯ জন। 


রবিবার প্রতাপাদিত্য রোডে  সিপিএম-র একটি বুক স্টল ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় বামেরা অভিযোগের আঙুল তুলেছিলেন তৃণমূল কংগ্রেস ও পুলিশের দিকে। ঘটনার প্রতিবাদে এদিনই প্রতিবাদ সভায় আয়োজন করা হয়েছিল রাসবাহিরীতে। সেই প্রতিবাদ সভাতে যোগ দিতে গিয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও কমলেশ্বর মুখোপাধ্য়ায়। সেই সময়ি গন্ডোগোল এড়াতে সিপিএম-এর প্রথম সারিরে নেতাসহ ৯ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। যদিও তৃণমূলের দাবি পুজোর সময় গন্ডোগল করার চেষ্টা করছিল সিপিএম নেতারা। সেই কারণেই তাঁদের গ্রেফতার করা হয়েছে। 

তবে কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারিতে সরব হয়েছেন আরও এক বাঙালি চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়। তিনি যে কোনও মূল্যেই কমলেশ্বর মুখোপাধ্যায়ের পাশে থাকার কথা বলেছেন। পাশাপাশি বলেছেন 'বইকে এত ভয় কেন?' কমলেশ্বর মুখোপাধ্য়ায়ের গ্রেফতারি মেনে নেওয়া যায় না বলেও জানিয়েছেন তিনি। 

সপ্তমীর রাতে রাসবিহারীর প্রতাপাদিত্য রোডে সিপিএমের বুকস্টলে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল। বামেদের অভিযোগ এই ঘটনায় হাত রয়েছে তৃণমূলের। কারণ স্টলের মধ্যে চোর ধরো জেল ভরো পোস্টার ছিল। যাইহোক এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। বুক স্টলে হামলার প্রতিবাদে এদিন বিক্ষোভ কর্মসূচি ছিল। পাশাপাশি বুক স্টল খোলার দাবিও ছিল সিপিএম-এর। এদিন প্রতিবাদ সভা ঘিরে নতুন করে সমস্যা তৈরি হয়। পুজো কমিটির সঙ্গে গোলমাল বাধে। তাতেই আটক করা হয় সিপিএম নেতাদের। যদিও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, পুজো কমিটির সমস্যা হতেই পারে বুক স্টলের জন্য। পুজোর ভিড়ের মধ্যে বুক স্টোল খুলতে হবে কেন বলেও প্রশ্ন করেন তিনি। আর গোলমাল সামলাতে পুলিশ আটক করেছে বলেও জানান তিনি। 

অন্যদিকে মানবাধিকার সংগঠন এপিডিআর একটি বিবৃতি জারি করে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, 'রাসবিহারীতে সিপিএম-এর বইয়ের স্টলে তৃণমূলের হামলাকে আমরা অশনিসংকেত বলে মনে করি ও এর তীব্র প্রতিবাদ জানাই।' পাশাপাশি কমলেশ্বর মুখোপাধ্যায়সহ  বাম নেতাদের গ্রেফতারির তীব্র নিন্দাও করেছে এই সংগঠন। প্রত্যেকের নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছেন সংগঠনের সদস্যরা।