সংক্ষিপ্ত

  • 'বাংলা থেকে ৪ কেন্দ্রীয় মন্ত্রী, এটা খুব আনন্দের কথা'
  • ' রাজ্য বিজেপির সঙ্গে সমস্যা নেই, প্রতিযোগিতা থাকেই'
  • ' বহিরাগতরা দলের সিস্টেমটা এখনও বুঝে উঠতে পারিনি'
  • রাজীবকে নিশানা করলেন বিজেপির সভাপতি দিলীপ ঘোষ

 
'কিছু লোক আছেন তারা ঠিক করতে পারছেন না কি করবেন কোথায় যাবেন',বৃহস্পতিবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজীবকে নিশানা করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। উল্লেখ্য, বুধবার কেন্দ্রীয় মন্ত্রীত্ব সম্প্রসারনে বেশ কিছু জনের নাম বাদ গেল। এবিষয়ে প্রতিক্রিয়া জানালেন তিনি।

আরও পড়ুন, 'BJP-তে দিলীপ ঘোষের মতো নেতাকে গুরুত্বহীন করে রাখাটা অনুতাপের', বড় বার্তা ফিরহাদের


রাজ্য বিজেপির সঙ্গে অনেকের মতনৈক্য হচ্ছে এমনই প্রশ্ন উঠছে। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'রাজ্য বিজেপির সঙ্গে প্রবলেম নেই। কারও ব্যক্তিগত ভাবে এখানে থাকেই এরকম কেউ বেশি গুরুত্ব পায় কেউ একটু কম গুরুত্ব পেল। এটা সবার মনেই থাকে। রাজনীতিতে একটু কম্পিটিশন থাকে। পার্টি সবার ব্যাপারটা দেখে। পার্টিতে কথা বলার সমস্যা থাকলে সমাধানের জায়গা আছে। এখানে রাজ্যের লোক আছে, তাঁদের ভরসা না হলে সেন্ট্রালের নেতারা আছেন। পার্টিতে সবসময়ই উপর থেকে নিচে সিস্টেম আছে। যারা একটু বাইরে থেকে এসেছেন তারা সিস্টেমটা এখনও বুঝে উঠতে পারিনি। নিজের আশা আকাঙ্খা কোথায় বলতে হয় কি বলতে হয় সেই ধৈর্য নেই। যে পার্টিতে ওরা কাজ করেছে সেই পার্টিতে এরকম হয়। নিজে নিজে এক একটা পার্টি কিন্তু এখানে একটাই পার্টি।'

আরও পড়ুন, 'তুমি আর আমি লেখা আছি তারায় তারায়', শোভেন জন্মদিনে শুভেচ্ছা জানালেন বৈশাখী

এদিকে রাজীব বন্দ্য়োপাধ্যায় ফেসবুকে বিরোধী দলনেতাকে প্রশ্ন করছেন। এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, কিছু লোক আছেন তারা ঠিক করতে পারছেন না কি করবেন কোথায় যাবেন। এটা তাদের সমস্যা। পার্টিতে এধরনের কোনও সমস্যা নেই। তিনি পার্টির কোনও পদাধিকারী নন। উল্লেখ্য, বুধবার কেন্দ্রীয় মন্ত্রীত্ব সম্প্রসারনে বেশ কিছু জনের নাম বাদ গেল। এবিষয়ে তিনি বলেন,  'চার জন মন্ত্রী হয়েছেন। এর আগে কবে চারজন মন্ত্রী হয়েছেন বাংলা থেকে ন্যাশনালে। এটা খুব আনন্দের কথা। বাংলার মানুষ ১৮ জন এমপি করেছেন তার মধ্যে এই নিয়ে ৬ মন্ত্রী হয়েছেন। এখনও পর্যন্ত ৭ জন কেন্দ্রে মন্ত্রী হয়েছেন অভিজ্ঞতা বাড়ছে। কেউ সংগঠনের কাজ করছেন। কেউ প্রশাসনের কাজ করছেন সার্বিকভাবে কার্য কর্তাদের যোগ্যতা বৃদ্ধি অভিজ্ঞতা বৃদ্ধির জন্য এইধরনের রিসাইকেলিং হয়েই থাকে। সেই প্রসেসের মধ্যে আছি। এবার আমাদের আনন্দের কথা ৪ জন মন্ত্রী হয়েছে এক সঙ্গে। '