সংক্ষিপ্ত

  • ঘোল খাইয়ে ছেড়ছেন রাজীব কুমার।
  • অতীতে রাজীব কুমরাকে ধরপাকড় নিয়ে বিস্তর ধড়পাকড়ের সাক্ষী রয়েছে গোটা রাজ্য।

ঘোল খাইয়ে ছেড়ছেন রাজীব কুমার। অতীতে রাজীব কুমরাকে ধরপাকড় নিয়ে বিস্তর ধড়পাকড়ের সাক্ষী রয়েছে গোটা রাজ্য। এবারও তার পুনরাবৃত্তি হচ্ছে। কিছুতেই ধরা দিচ্ছেন না রাজীব। মাথা থেকে সরেছে সুপ্রিম কোর্টের রক্ষাকবচ। মরিয়া সিবিআই নোটিশ পাঠিয়েছে, একাধিক জায়গায় হানাও দিয়েছে। কিন্তু তিনি অধরাই। দূত মারফত চিঠি দিয়ে সাত দিন সময়ও চেয়েছেন ব্যক্তিগত কারণে। কিন্তু মরিয়া সিবিআই রাজীবকে এতটুকুও সময় দিতে নারাজ। এই অবস্থায় তাঁর ভবিষ্যত নির্ধারণ করতে জরুরি বৈঠকে বসছেন সিবিআই কর্তারা।  
 
এদিন বেলা ১২টায় ভিডিও কনফারেন্সেপ মাধ্যমে সিজিও কমপ্লেক্সের  সিবিআই-এর আধিকারিকরা  বৈঠক করবেন দিল্লির অফিসার দের সঙ্গে। পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারণ করতে লিগাল সেলের সঙ্গে কথা বলবে সিবিআই আধিকারিকরা।

সিবিআই সূত্রের খবর রাজীবকে জালে জড়াতে আইনি পদ্ধতিতে কোনও ফাঁক  রাখতে চায় না সিজিও কমপ্লেক্সের  সিবিআই-এর আধিকারিকরা।

 আপাতত দু'টি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে তার বিরুদ্ধে। তাঁকে লিগ্যাল নোটিশ পাঠাতে পারে।  সেক্ষেত্রে দ্বিতীয়বার নোটিশ পাঠানোর আইনি দিকগুলি খতিয়ে দেখতে চায় সিবিআই। অন্য দিকে জারি হতে পারে তাঁকে গ্রেফতারির পরোয়ানা। এমনকি তাঁর গতিবিধির ওপর নজরদারিরও পরিকল্পনা রয়েছে সিবিআই-এর।