সংক্ষিপ্ত

  • কলকাতায় প্রায় প্রতি সপ্তাহেই সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে 
  • তাই করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে কেন্দ্র 
  •  প্রতিটি টিমে যুগ্মসচিব, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ক্লিনিসিয়ান থাকবেন 
  • কেরল, কর্ণাটক, রাজস্থান, ছত্রিশগড়েও যাবে কেন্দ্রীয় বিশেষজ্ঞ কমিটি 


 

কলকাতায় প্রায় প্রতি সপ্তাহেই সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যেখানে সেপ্টেম্বরের শুরুর দিকে কলকাতায় প্রতিদিনের করোনা আক্রান্তের সংখ্যা ৬০০ এর আশেপাশে ঘোরাফেরা করত, সেখানে অক্টোবার মাস পড়তেই ৭০০ আশেপাশে প্রায় প্রতিদিন আক্রান্ত হচ্ছে। এমন সময় রাজ্য়ের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে কেন্দ্র।

 

 

কারা থাকবেন বিশেষজ্ঞ দলে, কী করবেন তাঁরা 

কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক জানিয়েছে, প্রতিটি টিমে একজন যুগ্মসচিব, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ,একজন ক্লিনিসিয়ান থাকবেন। উল্লেখ্য, জানা গিয়েছে শুধু পশ্চিমবঙ্গেই নয়, কেরল , কর্ণাটক, রাজস্থান, ছত্রিশগড়েও যাবে কেন্দ্রীয় বিশেষজ্ঞ কমিটি। রাজ্য়ের করোনা মোকাবিলায় তারা সাহায্য করবেন। কীভাবে করোনা পরীক্ষা এবং চিকিৎসার গুণগতমান আরও উন্নত করা যায়, সে বিষয়ে আলোকপাত করবেন।

 

 

জাতীয় সংক্রমণের ১০.১ শতাংশই কর্ণাটকে

অপরদিকে, এই মুহূর্তে কেরলে এবং পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়েছে। তবে কর্ণাটকের অবস্থা আরও খারাপ। কর্ণাটকের মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ছুঁইছুঁই। যা জাতীয় সংক্রমণের ১০.১ শতাংশ। তাই উদ্বেগ বাড়ছেই। বিশেষ করে কলকাতায় পুজো আসলে সংক্রমণ বাড়ারও আশঙ্কা রয়েছে। তাই সংক্রমণকে লাগাম পরাতেই রাজ্য়ে আসছে কেন্দ্রীয় দল।