সংক্ষিপ্ত
- ১০ অগস্ট থেকে কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু
- বিভিন্ন কলেজে নির্দেশিকা পাঠাল রাজ্যের উচ্চশিক্ষা দফতর
- কলেজে ভর্তির পুরো প্রক্রিয়াই হবে শুধুমাত্র অনলাইনে
- ক্লাস শুরুর আগে কোনও পড়ুয়াকে কলেজে আসতে হবে না
১০ অগস্ট থেকে কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু। বিভিন্ন কলেজে এমন নির্দেশিকাই পাঠাল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। অনলাইন আবেদন করে মেধাতালিকার ভিত্তিতে সুযোগ মিলবে রাজ্যের কলেজগুলিতে।
আরও পড়ুন, আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, জানুন যাবতীয় এসএমএস ও ওয়েবসাইটের ঠিকানা
রাজ্যের উচ্চশিক্ষা দফতরের পাঠানো নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ভর্তির পুরো প্রক্রিয়াই হবে শুধুমাত্র অনলাইনে। ক্লাস শুরু হওয়ার আগে কোনও পড়ুয়াকে কলেজে আসতে হবে না। নির্দেশিকায় ওই পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে, অনলাইন আবেদন করে মেধাতালিকার ভিত্তিতে সুযোগ মেলার পরে ব্যাঙ্কে টাকা জমা দেবেন ছাত্র-ছাত্রীরা। ক্লাস যখন শুরু হবে তখন রেজাল্টের আসল প্রমাণপত্র নিয়ে কলেজে আসতে হবে। সাম্প্রতিক কোভিড পরিস্থিতিতে এই পদ্ধতির কোনও অন্যথা করা হবে না বলে জানানো হয়েছে।
আরও পড়ুন,সংক্রমণ বাড়তে থাকায় কড়া পদক্ষেপ ৩ নং বরোতে, রবিবার পর্যন্ত বাজার বন্ধের সিদ্ধান্ত
অপরদিকে, কলেজে ভর্তিকে কেন্দ্র করে অসংখ্য় অভিযোগ উঠে এসেছে গত কয়েক বছরে। বারংবার অভিযোগ উঠেছে শাসকদল আশ্রিত ছাত্র ইউনিয়নগুলির বিরুদ্ধে। তারপরেই গত বছর থেকে ভর্তির প্রক্রিয়া পুরোটা অনলাইনে করা হয় শিক্ষা দফতরের তরফে। তারপরেও নানা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল। তাই চলতি বছরে এবার প্রথম থেকেই আরও বেশি সতর্ক রাজ্য।