সংক্ষিপ্ত
- এবার খুলে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির
- কতক্ষণ খোলা থাকবে মন্দিরের দরজা
- বৃহস্পতিবার থেকেই পুজো দেওয়া যাবে
- রইল বিস্তারিত তথ্য
ধীরে ধীরে রাজ্যের করোনা পরিস্থিতি স্বাভাবিকের পথে। একের পর এক সেক্টরের দরজা খুলছে, খুলে যাচ্ছে অফিস পাড়াও। এমন পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মন্দিরের দ্বারও খোলা হচ্ছে। ইতিমধ্যেই তারাপীঠ, কালীঘাটসহ একাধিক মন্দির খুলেছে। শর্তসাপেক্ষভাবে এবার খুলে গেল দক্ষিণেশ্বরের দরজাও। বৃহস্পতিবার সকাল থেকেই দর্শনার্থীদের জন্য খুলে যাবে মন্দির।
আরও পড়ুন- স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে না দেওয়ায় রেল অবরোধ করে বিক্ষোভ নিত্যযাত্রীদের
তবে সারাদিন নয়, দর্শন মিলবে কেবল সকাল সাতটা থেকে বেলা ১১ টা প্রয্নত। অম্বুবাচী তিথির মধ্যেই খুলছে মন্দিরের দরজা। সন্ধেবেলা আরতির সময়ও খোলা থাকবে মন্দির। তবে কোনও প্রসাদ নয়, মন্দিরে প্রবেশ করতে পারবেন মাত্র ২০ জন করে। বাইরে গেটের সামনে থাকবে থার্মাল চেকিং। কড়া নজর রাখা হবে সর্বত্র। কোনও জমায়েত হবে না মন্দির চত্বরে।
আরও পড়ুন- নাক গলাচ্ছেন রাজ্যপাল', বিল ইস্যুতে ক্ষোভ উগরে ওম বিড়লার কাছে অভিযোগ বিধানসভার স্পিকারের
করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই ভবতারিণীর মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শনার্থীদের অনুরোধে মায়ের পুজো আবারও শুরু। তবে কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ কর্তৃপক্ষ। তাই ভিড় এড়াতে সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।