সংক্ষিপ্ত
- পুজোয় মন্ডপ দর্শক শূন্য রাখার রায় বহাল রেখেছে হাইকোর্ট
- আর্জি খারিজ করলেও রায়ের সামান্য পরিবর্তন করেছে হাইকোর্ট
- ৩০০ বর্গমিটারের বেশি বড় মন্ডপ হলে সর্বোচ্চ থাকবেন ৪৫ জন
- ছোট হলে ২০ জনের তালিকা প্রকাশ করে থাকতে পারবেন ১৫ জন
দুর্গা পুজোয় মন্ডপ দর্শক শূন্য রাখার রায় বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। তবে রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করলেও ঐতিহাসিক রায়ের সামান্য পরিবর্তন করেছে হাইকোর্ট। যদিও এই রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলির মধ্য়ে।
আরও পড়ুন, আজ বেলা ১২ টায় সল্টলেকে পুজোর উদ্বোধন করবেন মোদি, সাজোসাজো রব EZCC-তে
পুজোর রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়, ফোরাম ফর দুর্গোৎসব। রিভিউ পিটিশনের প্রেক্ষিতে বুধবার বিচারপতি সঞ্জীব বন্দ্য়োপাধ্যায় এবং বিচারপতি অরিজিৎ বন্দ্য়োপাধ্য়ায়ের বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগের রায়ই বহাল থাকছে। দর্শক শূন্য থাকবে পুজো প্য়ান্ডেল। বড় পুজো অর্থাৎ ৩০০ বর্গমিটারের বেশি মাপের মন্ডপে প্রবেশের জন্য় উদ্য়োক্তা, স্থানীয় বাসিন্দা, ঢাকিদের মিলিয়ে ৬০ জনের তালিকা বানাতে হবে। তবে মন্ডপের ভিতরে থাকতে পারবেন সর্বোচ্চ ৪৫ জন।
আরও পড়ুন, মহাষষ্ঠীতে ঝেপে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের জেরে টানার বর্ষণের পূর্বাভাস
অপরদিকে, ৩০০ বর্গমিটারের কম মাপের মন্ডপে ২০ জনের তালিকা প্রকাশ করে থাকতে পারবেন একসঙ্গে ১৫ জন। স্থানীয় এবং উদ্য়োক্তাদের তালিকা রোজ আপডেট করা হবে। তবে করোনা বিধি নো এন্ট্রি জোনে থাকতে পারবেন ঢাকিরা।