সংক্ষিপ্ত

 

  • মনোজ কুমারকে তলব করল বিধাননগর কমিশনারেট 
  • রোজভ্যালি কাণ্ডে বেরিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ তথ্য 
  • সুদীপ্ত রায় চৌধুরির সই নকল নথি জাল করার অভিযোগ
  • সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে বিধাননগর পুলিশ 

 রোজভ্যালি কাণ্ডে ইডি এর প্রাক্তন সহকারী ডিরেক্টর মনোজ কুমারকে তলব করল বিধাননগর কমিশনারেট। আদালতের নির্দেশেই মনোজ কুমারের হাতের লেখার নমুনা সংগ্রহ করবেন তদন্তকারী অফিসারেরা। 

আরও পড়ুন, গরু পাচার কাণ্ডে নয়া মোড়, এবার এনামুল ঘনিষ্ঠ ব্যবসায়ীকে তলব করল CBI 

 

 

পুলিশ সূত্রে খবর,  শুধু মনোজ নয় আরও কয়েকজন ইডি অফিসারকেও তলব করেছে বিধাননগর কমিশনারেট। তাঁদের হাতের লেখার নমুনা নেওয়া হবে। উল্লেখ্য, নথি জালের অভিযোগে মনোজ কুমারের হাতের লেখা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। প্রসঙ্গত রোজভ্য়ালি কাণ্ডের তদন্তকারী অফিসার ছিলেন মনোজ কুমার। অভিযোগ, মনোজ কুমারের নামে বিধাননগর কমিশনারেটে অভিযোগ দায়ের করে ইডি। সুদীপ্ত রায়চৌধুরির সই নকল নথি জাল করে প্রতারণার অভিযোগে বিধাননগর কমিশনারেটে অভিযোগ দায়ের করেছে ইডি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে বিধাননগর পুলিশ। 

আরও পড়ুন, ৯ বছরের নাবালিকে যৌন নিগ্রহ করে খুন, দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ জোড়াবাগানে 

 

 

জাল নথিতে আসলে কার সই রয়েছে, তা জানতেই বৃহস্পতিবার মনোজকুমারকে তলব করা হয়েছে। আশা করা হচ্ছে, মনোজ কুমারকে তলব করলেই বেরিয়ে আসবে 
 রোজভ্যালি কাণ্ডের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য।