সংক্ষিপ্ত
- সিবিআই আধিকারিক সেজে প্রতারণা
- চাকরি পাওয়ে দেওয়ার টোপ
- ৭ লক্ষ টাকা আত্মসাত
- অবশেষে টালিগঞ্জ থেকে গ্রেফতার প্রতারক
সিবিআই আধিকারিক সেজে সাত লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার এক প্রতারক। ধৃতের নাম রাহুল চৌধুরী। বারাসত থানার পুলিশ টালগঞ্জির রিজেন্ট পার্ক এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।
বারাসতের বিধান মার্কেটের এক সব্জি বিক্রেতার ছেলেকে কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নাম করে সাত লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে রাহুল চৌধুরীর বিরুদ্ধে। বারাসত এলাকায় কয়েক মাস হল ভাড়া থাকছিল রাহুল। এলাকায় নিজেকে সিবিআই-এর ডিএসপি বলে পরিচয় দিত সে। সব্জি বিক্রেতা অপর্ণা মজুমদার তার মাধ্যমিকে অকৃতকার্য ছেলে মিলন মজুমদারের চাকরির জন্য তার কাছে সুপারিশ করে। কলকাতা পুলিশে চাকরির টোপ দেখিয়ে ওই পরিবারের থেকে দফায় দফায় প্রায় সাত লক্ষ টাকা হাতিয়ে নেয় রাজীব। পুলিশের অন্দরমহলে তার যোগাযোগ রয়েছে বলে অপর্ণাকে আশ্বাস দেয় সে।
পরীক্ষায় পাশ না করলেও কনস্টেবলের চাকরি পেতে অসুবিধা হবে না বলে আশ্বাস দিয়েছিল রাহুল। কিন্তু সময় গড়িয়ে গেলেও চাকরি পায়নি মিলন। শেষপর্যন্ত বারাসত থানায় অভিযোগ দায়ের করে মজুমদার পরিবার। তার ভিত্তিতেই টালিগঞ্জের রিজেন্ট পার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয় রাহুল চৌধুরীকে।