সংক্ষিপ্ত

  • রাতের অন্ধকারে শ্লীলতাহানির শিকার আইটি-কর্মী
  • রাস্তার উপর তরুণীর হাত ধরে টান মদ্যপ যুবকের
  • তরুণীর চিৎকারে গ্রেফতার অভিযুক্ত যুবক
  • ঘটনায় ফের মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন এলাকাবাসী

শুভজিৎ পুততুণ্ড, সল্টলেক- সল্টলেকে রাতের অন্ধকারে ফের শ্লীলতাহানির শিকার তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী। মঙ্গলবার রাতে সেক্টর ফাইভে বাড়ফেরার পথে রাস্তার ওই তরুণীর উপর এক মদ্য়প যুবক হামলা চালায় বলে অভিযোগ। তাঁর উপর অভব্য আচরণ করে বলেও দাবি ওই তরুণীর। প্রতিবাদ করলে তরুণীকে দেখিয়ে ওই যুবক অশালীন অঙ্গভঙ্গি করে বলেও অভিযোগ।অভিযুক্তকে গ্রেফতার করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, তথ্য় প্রযুক্তি সংস্থায় কর্মরত আক্রান্ত ওই তরুণী। মঙ্গলবার রাত আটটা নাগাদ সল্টলেক সেক্টর ফাইভের কাছে কলেজ মোড় থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় এক মদ্যপ যুবক তরুণীর প্রতি অশালীন আচরণ করে বলে অভিযোগ। শুধু তাই নয়, তরুণীর কাছ ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে বলেও দাবি। বাধা দিলে তাঁকে দেখিয়ে অশালীন অঙ্গভঙ্গি করে। তরুণীর চিত্কারে পুলিশের টহলদারি গাড়ি পৌঁছে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।

ধৃত যুবকের নাম বাবু হালদার বলে জানিয়েছে পুলিশ। নারায়ণপুর এলাকায় বস্তিতে থাকে বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে তাঁকে হয়রানির শিকার হতে হয় বলে দাবি ওই তরুণীর। অভিযোগ, দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর তাঁর অভিযোগ দায়ের করে পুলিশ। ধৃত যুবক বাবু হালদারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।