সংক্ষিপ্ত

 

  • পার্কস্ট্রিটের বস্ত্র বিপণিতে আগুন
  • মাঝরাতে লাগে আগুন
  • আগুন ঘিরে আতঙ্ক তৈরি হয় স্থানীয়দের মধ্যে
  • আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকে

ফের অগ্নিকাণ্ডের ঘটনা পার্কস্ট্রিট চত্বরে। বিধ্বসী আগুন লাগল নামি একটি বস্ত্র বিপণিতে। বুধবার গভীর রাতে আগুন লাগে ওই বস্ত্র বিপণিতে। দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৭টি ইঞ্জিন।

প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তবে কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।  তবে এসি মেশিনের শর্ট সার্কিট থেকেই আগুন বলে মনে করা হচ্ছে।

রাতের অন্ধকারে আবাসনের নিচে ওই বস্ত্র বিপণিতে দাউদাউ করে আগুন দেখে স্থআনীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। দোকানে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়াতে থাকে। আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকে। 

বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে এলেও কুলিং প্রসেস চলতে থাকে। দমকল সূত্রে জানা যাচ্ছে, দোকানের নিজস্ব অগ্নি নির্বাপণ ব্যবস্থা সময়মতো কাজ করেনি। প্রথমে দমকলের  ২টি ইঞ্জিন এলেও পরে আরও ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।