সংক্ষিপ্ত

  • ফোক উল্লাস একটি বাংলা গানের ব্যান্ড
  • একুশে ফেব্রুয়ারি স্মরণে রবিবার তাদের অনুষ্ঠান ভালবাসার মাতৃভাষা
  • বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যুষ ঘোষ ও মেঘ সায়ন্তনী
  • সঙ্গীত শিল্পীদের মধ্যে রয়েছেন পটা ও বাউল ফকিররা

একুশের ভালবাসাআমাদের মাতৃভাষা

বিপন্ন বাংলা ভাষার বাজারে কিছু মানুষ এখনও বাংলায় গায়বাংলায় শোনেতাই একুশের মাতৃভাষা দিবসকে স্মরণ করে নিউ গড়িয়াতে রবিবার সারাদিনভর চলল বাংলা গানের অনুষ্ঠান-- ভালবাসার মাতৃভাষা।  অনুষ্ঠানের আয়োজক ফোক উল্লাস দক্ষিণ গড়িয়ায় এই অনুষ্ঠানে স্রোতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো

ফোক উল্লাস ব্য়ান্ড  প্রথম এই ধরনের অনুষ্ঠান করল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোরেলের ডিজিএম প্রত্য়ুষ ঘোষ ছিলেন ইন্দ্রাণী গঙ্গোপাধ্য়ায় বিশেষ অতিথি ছিলেন রাজ্য়ের প্রথম রূপান্তরকামী আইনজীবী ও নৃত্য়শিল্পী মেঘ সায়ন্তনী ঘোষ

সকাল থেকে শুরু হয়েছে অনুষ্ঠান চলবে রাত অবধি উদ্বোধনের কাজ সকালেই হয়েছে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান চলছে সঙ্গীত শিল্পী হিসেবে উপস্থিত থাকছেন পটা থাকছেন বাউল ফকিররা থাকছেন ফকির নুর আলম, সায়ন্তনী কুলভি মেঘ সায়ন্তীর কথায়, "দক্ষিণ গড়িয়ার মতো একটি মফস্বল এলাকায় এই প্রথম বাংলাভাষাকে স্মরণ করে এমন অনুষ্ঠান হচ্ছে সত্য়ি খুব ভাল লাগছে"