সংক্ষিপ্ত
মুখ্যমন্ত্রী বলেন, "এ রাজ্যে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সংক্রমণ ১ শতাংশে নেমে এসেছে। তবে আজ ঠিক থাকলেও আগামীকাল কী হবে তা নিয়ে এভাবে বলা সম্ভব নয়। সব ঠিকঠাক থাকলে ভাইফোঁটার পরই রাজ্যে স্কুল খোলা হবে।"
রাজ্যে করোনার গ্রাফ এখন অনেকটাই নিম্নমুখী। কিন্তু, চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। তবে পরিস্থিতি যদি খুব খারাপ না হয় তাহলে পুজোর পর স্কুল খুলবেই। সোমবার নবান্ন থেকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, "এ রাজ্যে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সংক্রমণ ১ শতাংশে নেমে এসেছে। তবে আজ ঠিক থাকলেও আগামীকাল কী হবে তা নিয়ে এভাবে বলা সম্ভব নয়। সব ঠিকঠাক থাকলে ভাইফোঁটার পরই রাজ্যে স্কুল খোলা হবে।" আরও বলেন, "যদি তৃতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করে, তখন তো আমাদের হাতে কিছু থাকবে না। কারণ কেরালা, মহারাষ্ট্রের পরিস্থিতি এখনও উদ্বেগজনক।" তবে পরিস্থিতি ঠিক থাকলে স্কুল খুলবেই। আর খোলার আগে সব স্কুল স্যানিটাইজ করা হবে বলেও জানিয়েছেন মমতা।
উল্লেখ্য, এর আগেও পুজোর পর স্কুল খোলার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এনিয়ে চলতি মাসের শুরুতেই করোনা মোকাবিলায় গঠিত গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন তিনি। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়লে তার রোডম্যাপ কী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। তখনই পুজোর পর স্কুল খোলা নিয়ে ঘোষণা করেছিলেন তিনি। যদিও স্কুল খুললেও সেক্ষেত্রে কোন কোন ক্লাসকে স্কুলে যেতে হবে তা বিস্তারিত ভাবে জানাননি। তবে একদিন ছাড়া একদিন স্কুলগুলি খোলা হতে পারে বলে জানিয়েছিলেন তিনি।
আরও পড়ুন, পদ থেকে কি সরছেন দিলীপ ঘোষ, BJP-র ৩ দিন ব্যাপী সাংগঠনিক বৈঠকে নজর সবার
আরও পড়ুন- WBCS-র প্রশ্নে 'সবুজ সাথী', 'সরকার নিজের প্রকল্পের বিজ্ঞাপন দিচ্ছে', বিস্ফোরক শুভেন্দু
এদিকে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। সোমবারই তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর দফতরে একটি রিপোর্ট জমা পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফে এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে, অক্টোবরেই ভয়াবহ আকার ধারণ করতে পারে করোনার তৃতীয় ঢেউ। আর সেক্ষেত্রে শিশুদের সংক্রমণের আশঙ্কা রয়েছে সবথেকে বেশি। পশ্চিমবঙ্গে করোনার গ্রাফ নিম্নমুখী হলেও দেশের একাধিক রাজ্যে সংক্রমণের হার উদ্বেগ বাড়াচ্ছে। তার মধ্যে রয়েছে একাধিক উৎসব। দুর্গাপুজোর সময় রাজ্যে সংক্রমণের হার বাড়ার সম্ভবনা রয়েছে। সেক্ষেত্রে সেই সময় পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকবে তা সময়ের উপরই নির্ভর করছে। তবে পরিস্থিতি ঠিক থাকলে ভাইফোঁটার পর স্কুল খুলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন, ভোট পরবর্তী হিংসার তদন্তে CGO-নিজাম প্যালেস নয়, এবার নতুন জায়গা বাছল CBI