সংক্ষিপ্ত

  • শহরের বুকে নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন
  • হামলার মুখে জিতু কমল
  • রাত দুটোয় গাড়িতে দুস্কৃতির হামলা
  • পাটুলী থানায় অভিযোগ দায়ের

উষশী কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও রাতের বুকে হেনস্তার মুখে পরলেন টলি পাড়ার অভিনেতা তথা মডেল জিতু কমল। বৃহস্পতিবার শ্যুটিং সেরে বাড়ি ফিরছিলেন জিতু কমল। সেখানেই ঘটে বিপত্তি। নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই অভিজ্ঞতার খবর। অধিকাংশ দিনই শ্যুটিং শেষ হতে মাঝ রাত হয়ে যায়। বৃহস্পতিবারও একই হয়, প্রায় রাত দুটো নাগাদ সোদপুরের বাড়িতে ফিরছিলেন অভিনেতা। এরই মাঝে পাটুলীর সামনে বাইপাসে ঘটে বিপত্তি। তার গাড়িতে একদল দুষ্কৃতি এসে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পাল্টা সেই গাড়িটির দিকে ধাওয়া করেন জিতু। কিছুক্ষণ রেষারেষির পর সেই গাড়িটিকে ধরে ফেললে তারা অশ্রাব্য ভাষায় কথা বলে, অস্ত্র বের করে প্রামের হুমকিও দেয় তারা। পরিস্থিতি জটিল হলে পুলিশের দারস্থ হয় জিতু।

বাধ্য হয়েই পাটুলি থানায় অভিযোগ দায়ের করলেন জিতু কমল। কিন্তু সেখানেও নিরাশ হতে হল অভিনেতাকে। পুলিশের সহযোগিতা না পেয়ে সবর হলেন জিতু। পুলিশ নাকি দায় সারা ভাবেই পরিস্থিতি ক্ষতিয়ে দেখার কথা জানান। 

ঘটনা স্থলে রয়েছে সিসিটিভি। সেই ফুটেজও ক্ষতিয়ে দেখা হবে। দুস্কৃতিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে কেন একের পর এর সমস্যার সন্মুখীন হতে হচ্ছে সেলিব্রিটিদের, প্রশ্নের মুখে এখন রাতের কলকাতার নিরাপত্তা।