সংক্ষিপ্ত

  • সিএএ আইনের বিরোধিতা করায় হামলার মুখোমুখি
  • আক্হরান্লেত হলেন জয় গোস্বামীর মেয়ে
  •  ফেসবুকে পোস্ট করে নিজেই সেই দাবি করেছেন দেবত্রী
  •  মেয়ের ওপর হামলার ঘটনায় মুখ খুলেছেন কবিও
     

এবার  নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করায় হামলার মুখোমুখি হলেন জয় গোস্বামীর মেয়ে। ফেসবুকে পোস্ট করে নিজেই সেই দাবি করেছেন দেবত্রী গোস্বামী। মেয়ের ওপর হামলার ঘটনায় মুখ খুলেছেন কবিও।

ফেসবুক পোস্টে দেবত্রী জানান, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গাঙ্গুলি বাগান এলাকায় লিফলেট বিলি করছিলেন তাঁরা। পাশাপাশি গান গেয়ে চলছিল প্রচার পর্ব। রাত ১০টা নাগাদ প্রচার শেষে বাঘাযতীন আই ব্লক-এ চা খাচ্ছিলেন তারা। সেইসময় কিছু লোক জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে তাদের ওপর চড়াও হয়। এরপর চলে ব্য়াপক মারধর। বাকিরা পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে স্থানীয়রা। পরে যাদবপুর থানায় ঘটনার লিখিত অভিযোগ জানানো হয়েছে।

আক্রান্তরা জানিয়েছে, তাদের লাঠি, বাঁশ দিয়ে আঘাত করা হয়েছে। যাতে চোট লাগে দেবত্রীর। ঘটনায়ে আক্রান্ত হন তাঁর আরেক সঙ্গী দেবলীনা মজুমদার। মেয়ের আক্রান্ত হওয়ার প্রসঙ্গে মুখ খুলেছেন কবি জয় গোস্বামী। এক সংবাদ মাধ্য়মকে তিনি জানান, মেয়ের গায়ে হাত পড়েছে এটা বড় কথা নয়। আজ ভারতের প্রতিটি নাগরিক বিজেপি সরকারের দ্বারা পীড়িত। ইতিমধ্য়েই ঘটনার  তীব্র নিন্দা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেবত্রীদের ঘটনা নিয়ে ইতিমধ্য়েই জনমত গড়ে উঠেছে।