সংক্ষিপ্ত

  • প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পরেই খুনের হুমকি পেলেন অভিনেতা কৌশিক সেন
  • জয় শ্রীরাম ধ্বনির নামে গণপিটুনি ও হত্যার বিরুদ্ধে গত কাল সরব হয়েছেন দেশের বিভিন্ন বিশিষ্টজনরা
  • তাঁরা প্রধানমন্ত্রীকে এই মর্মে একটি চিঠিও পাঠিয়েছেন
  • এই চিঠিতে সই করেছিলেন কৌশিক সেনও
  •  আর তার পরেই নাকি কৌশিকের কাছে হুমকি ফোন আসে
     

প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পরেই খুনের হুমকি পেলেন অভিনেতা কৌশিক সেন। জয় শ্রীরাম ধ্বনির নামে গণপিটুনি ও হত্যার বিরুদ্ধে গত কাল সরব হয়েছেন দেশের বিভিন্ন বিশিষ্টজনরা। তাঁরা প্রধানমন্ত্রীকে এই মর্মে একটি চিঠিও পাঠিয়েছেন। এই চিঠিতে সই করেছিলেন কৌশিক সেনও। আর তার পরেই নাকি কৌশিকের কাছে হুমকি ফোন আসে। 

গতকাল বিদ্বজনেরা প্রধানমন্ত্রীকে এই গণপিটুনির বিষয়ে হস্তক্ষেপ করার জন্য আবেদন করেন। অভিযোগ তার পরেই খুনের হুমকি আসে কৌশিকের কাছে। স্থানীয় প্রশাসনের কাছে সাহায্য চান কৌশিক। 

কৌশিক জানান, বুধবার এক অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। সই নম্বর থেকে ফোন করা ব্যক্তি তাঁকে বলে, জয় শ্রীরাম, ধর্ম ইত্যাদি নিয়ে কথা বন্ধ না করলে খুনও করা হবে তাঁকে। 

সেই ফোন নম্বর থানায় জমা দিয়েছেন কৌশিক। এই ঘটনা সামনে আসতেই আতঙ্ক ছড়ায় শিল্পী মহলে। যদিও কৌশিক জানিয়েছেন, তিনি এই ঘটনায় মোটেও ভয় পাননি। বিশিষ্টজনের প্রত্যেকেই তাঁর পাশে রয়েছেন বলে আশ্বস্ত করেছেন। 

প্রসঙ্গত, এক সংবাদমাধ্য়মের কাছে তিনি জানান, ধর্মীয় স্লোগান কখনওই রাজনীতির জন্য ব্যবহার করা উচিত নয়।