চার হেভিওয়েটদের জেল হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে। আপাতত মদন-শোভন-সুব্রত-ফিরহাদকে থাকতে হবে গৃহবন্দি। শুক্রবার সকালেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্য়োপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চেই এই শুনানি হয়েছে। তবে চার্জশিটের পর গৃহবন্দী কেন-প্রশ্ন আইনজীবিদের।
- Home
- West Bengal
- Kolkata
- Live- নারদ মামলায় সুপ্রিম কোর্টে আর্জি খারিজ CBI-র, কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে মামলার শুনানি
Live- নারদ মামলায় সুপ্রিম কোর্টে আর্জি খারিজ CBI-র, কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে মামলার শুনানি
নারদকাণ্ডের জামিন নিয়ে শুক্রবার মতামত জানাবে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টে হয়নি নারদ মামলার শুনানি। আদালত সূত্রে খবর, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ না বসার জন্য শুনানি হয়নি গতকাল। রেজিস্টার জেনারেল এর কাছে আবেদন করছে এই ৪ জন হেভিওয়েট অভিযুক্ত। অন্য বেঞ্চে মামলা নিয়ে যাওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে। 'আইন লড়াই ছেড়ে এখন রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। মনের জোর হারাবেন না' বলে হেভিওয়েটের স্ত্রীদেরকে ফোনে পাশে থাকার আশ্বাস মমতা।
- FB
- TW
- Linkdin
লিভার সিরোসিসে আক্রান্ত শোভন- মদনের ফুসফুসে রয়েছে কোভিডের ক্ষত
ভবানীপুরের বিধায়ক পদে ইস্তফা শোভনদেবের
মদন মিত্রের আইনজীবী বলেছেন,' দুই বিচারপতির মধ্যে মত পার্থক্য রয়েছে। বিষয়টি বৃহত্তর বেঞ্চে যাচ্ছে। হাউজ এরেস্টের অর্ডার আছে। তবে সরকারি কাজকর্ম বাড়ি থেকে করতে পারবেন।'
নারদ মামলা গেল বৃহত্তর বেঞ্চে-আজই শুনানির সম্ভাবনা
নারদ মামলায় হাইকোর্টে বিচারপতিদের মত বিরোধ। অন্তবর্তী জামিন ঘিরে জটিলতা তৈরি হয়েছে। নতুন বেঞ্চ তৈরি না তৈরি হওয়া অবধি গৃহবন্দিই থাকতে হবে মদন-শোভন-সুব্রত-ফিরহাদকে।
নারদকাণ্ডে শেষমেষ দীর্ঘ টানাটানির পর অন্তবর্তী জামিন পেলেন ধৃত চার হেভিওয়েট। শুক্রবার সকালেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্য়োপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চেই নারদ মামলার শুনানি হয়েছে।
নারদ-মামলায় বড় মোড়। নারদকাণ্ডে শেষমেষ দীর্ঘ টানাটানির পর অন্তবর্তী জামিন পেলেন ধৃত চার হেভিওয়েট। উল্লেখ্য সোমবার নারদকাণ্ডে পশ্চিমবঙ্গের ৪ জন প্রাক্তন এবং বর্তমান মন্ত্রীকে গ্রেফতার করেছিল সিবিআই। আপাতত মদন-শোভন-সুব্রত-ফিরহাদকে থাকতে হবে গৃহবন্দি। অর্থাৎ জেল হেফাজত থেকে আপাতত মুক্তি পাচ্ছেন চার নেতা।
হেভিওয়েটদের চিকিৎসা নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করল CBI
'আইন লড়াই ছেড়ে এখন রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। মনের জোর হারাবেন না' বলে হেভিওয়েটের স্ত্রীদেরকে ফোনে পাশে থাকার আশ্বাস মমতা।
নারদকাণ্ডের জামিন নিয়ে শুক্রবার মতামত জানাবে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টে হয়নি নারদ মামলার শুনানি। আদালত সূত্রে খবর, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ না বসার জন্য শুনানি হয়নি গতকাল।
আর্থিক তছরূপের মামলায় এবার অর্জুন সিংহকে তলব করল CID
বৃহস্পতিবার হাইকোর্টে হচ্ছে না নারদ মামলার শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চ না বসার জন্য শুনানি হচ্ছে না। আগামীকাল শুক্রবার হবে নারদ মামলার শুনানি। ৪ হেভিওয়েটকেই একরাত জেল হেফাজতে থাকতে হবে।
'আমার কেবিনে যেন রত্না না ঢোকে', উকিলকে চিঠি শোভনের
নারদকাণ্ডের জামিন নিয়ে বৃহস্পতিবার মতামত জানাবে কলকাতা হাইকোর্ট। এদিন সুব্রত-ফিরহাদ-মদন-শোভনের ভাগ্য নির্ধারণ করবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্য়োপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
করোনা পরিস্থিতিতে ৪ নেতাকে কি জেলে রাখা জরুরী-প্রশ্ন বিচারপতির। উত্তরে আইনজীবি তুষার মেহেতা বলেছেন, অভিযুক্ত জেলে নেই , হাসপাতালে আছেন।
করোনা বিধিকে শিকেয় তুলে অবস্থান বিক্ষোভ শুরু তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি
CBI বিরুদ্ধে গড়িয়াহাট পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করলেন চন্দ্রিমা ভট্টাচার্য
শুনানির কয়েকঘন্টা আগেই গুরুতর অসুস্থ মদন মিত্র
নারদ মামলায় চার হেভিওয়েটের শুনানি দুপুর দুটোয়