অবশেষে তিনি মুখ খুললেন বাজেটের বিরোধিতাই করলেন মুখ্যমন্ত্রী ট্যুইটে এই বাজেটকে দিকভ্রান্ত বলেন তিনি

প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করে নজির গড়েছেন নির্মলা সীতারামন। এদিন সংসদে বাজেটে তিনি গুরুত্ব দিয়েছেন গ্রামীণ ভারতের বিকাশে। এসেছে নারীস্বনির্ভরতার প্রসঙ্গ। নরেন্দ্র মোদী এই বাজেটের ভূয়ষী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেন, 'সাধারণ মানুষকে আগে নিজের অধিকারের জন্যে লড়তে হত। আমরা সেই বৈষম্য কমানোর জন্যেই লড়ছি।' এহেন বাজেটকে কোনও নম্বরই দিতে চাইলেন না মমতা।

বেশ কয়েক ঘণ্টার নীরবতা ভঙ্গ করে বাজেট নিয়ে মুখ খুললেন মমতা। এদিন ট্যুইটে তিনি লেখেন, এটি একটি দিশাহীন বাজেট। পরিবহণ হোক বা রান্নাঘর,সর্বত্র খরচ বাড়বে।

Scroll to load tweet…

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পেট্রোলের দামবৃদ্ধিরও সমালোচনা করেন। তিনি লেখেন, 'শুল্ক-সেস বসিয়ে জ্বালানির দামও বৃদ্ধি হল। পেট্রোলের ক্ষেত্রে দাম বাড়ছে ২.৫০ টাকা, অন্য দিকে ডিজেলে দাম বাড়ছে ২.৩০ টাকা /প্রতি লিটার। মানুষ বুঝতে পারবে এটাই বিজেপিকে জেতানোর সুফল।' উল্লেখ্য মুখ্যমন্ত্রীর আগেই বাজেট নিয়ে মুখ খুলেছিলেন তাঁরই দলীয় প্রতিনিধি ডেরেক ওব্রায়েন। 

Scroll to load tweet…