সংক্ষিপ্ত

  • শনিবার শহরে জল-সরবারহ বন্ধ 
  •  আবার জল আসবে রবিবার 
  • ১১ টিরও বেশি জায়গা জল বন্ধ 
  • জলের পাইপ মেরামতির কাজ চলবে 

শনিবার শহরের বিস্তীর্ণ এলাকা জুড়ে জল-সরবারহ বন্ধ থাকবে। সম্প্রতি নীলমণি মিত্র রোডে জলের পাইপ ফেটে যায়। শনিবার ওই পাইপ মেরামতির পাশপাশি লিকেজ সারানোর কাজ চলবে। যার দরুণ কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে জল-সরবারহ বন্ধ রাখা হবে।

 

শনিবার সকালে জল এলেও সারাদিন আর জল আসবে না। ১৫ তারিখ রবিবার নীলমণি মিত্র রোডে জলের পাইপ ফেটে গিয়েছিল। জল মগ্ন হয়ে যায় ওই এলাকা এবং জল ঢুকে পড়েছিল আরজিকর হাসপাতলেও। সেই মুহূর্তে সাময়িক ভাবে পোর্টেবল পাম্প চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। মঙ্গলবারেই জানানো হয়েছিল এই পাইপ মেরামতির কাজ শেষ হবে শনিবার এবং তার জন্য সরবারহ বন্ধ রাখা হবে।

 

 

এরফলে শহরের বিস্তীর্ণ এলাকায় ফের জল আসবে রবিবার।  জল সরবারহ বন্ধ থাকবে কাশিপুর, বেলগাছিয়া, শ্যামবাজার, মানিকতলা, জোড়াবাগান, বেলেঘাটা, বড়বাজার, গিরিশ পার্ক, শিয়ালদহ, মৌলালি, পাকসার্কাস অঞ্চলে। উত্তর ও মধ্য কলকাতার পাশপাশি দক্ষিণ কলকাতাতেও একাংশে জল সরবারহ ব্যহত হবে। প্রভাব পড়বে দক্ষিণ দমদম এবং সল্টলেকেও। তবে জলের ট্য়াঙ্কের প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজন বুঝে পাঠানো হবে।