সংক্ষিপ্ত

ফের চলতি সপ্তাহে মঙ্গলবার আরও এক দফা দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। পেট্রোপণ্য়ের মূল্যবৃদ্ধির জেরে মঙ্গলবার এবং বুধবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন।


ফের চলতি সপ্তাহে আরও এক দফা দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price)। মঙ্গলবার সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। প্রায় তিন মাস পর এই নিয়ে সপ্তমবার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধি হয়েই চলেছে। এদিন কলকাতায় পেট্রোলের  প্রতি  লিটারের দাম পয়সা করে বাড়ছে। মূল্যবৃদ্ধির পর পেট্রোলের দাম হয়েছে ১০৯ টাকা ৬৮ পয়সা। চলুন জেনে নেওয়া যাক কলকাতা-সহ বাকি জায়গাগুলিতে কী দামে বিকোচ্ছে এদিন পেট্রোল-ডিজেল। 

 এই নিয়ে গত আট দিনে  সপ্তমবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। গত এক সপ্তাহে মোট হার বেড়েছে ৪ টাকা ৮০ পয়সা। এদিকে মোদী সরকারের পেট্রোপণ্য়ের মূল্যবৃদ্ধির জেরে এদিন দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। এদিকে এহেন পরিস্থিতির মধ্যেই পেট্রোল-ডিজেলের আরও এক দফা দাম বাড়ানো হয়েছে। এদিন জ্বালানীর মূল্যবৃদ্ধির জেরে রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০০ টাকা ২১ পয়সা। মুম্বইতে পেট্রোল ও ডিজেলের দাম ৮৫ পয়সা এবং ৭৫ পয়সা করে বেড়েছে। মুম্বই লিটার প্রতি পেট্রোল দাম  ১১৫ টাকা ০৪ পয়সায় দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম ৯৯ টাকা ২৫ পয়সায় দাঁড়িয়েছে। এদিন কলকাতায়পেট্রোলের  প্রতি  লিটারের দাম বেড়ে দাঁড়িয়েছে  ১০৯ টাকা ৬৮পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৪ টাকা ৬২পয়সা।

আরও পড়ুন, কলকাতায় প্রতিবছর ১ ফুট নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ জলস্তর, শিউরে ওঠা রিপোর্ট এল সমীক্ষায়

আরও পড়ুন, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ দূষিত শহর কলকাতা, চলুন কারণ জানতে ঘুরে দেখা যাক শহরের অলিগলি

 এদিকে ৩০ দিন পার করেছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ।  ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার উপরে পশ্চিমি দুনিয়ার নিষেধাজ্ঞা বিশ্ব বাজারে তেলের দামকে ১৩৯ ডলারে নিয়ে গিয়েছিল। এদিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ হিসেবে ভারতেকে উদ্বেগে রেখেছিল। তবে গত একসপ্তাহে অনেকটাই কমে যায় অপরিশোধিত তেলের দর। এক সপ্তাহে অপরিশোধিত তেলের দর ৪০ ডলার কমেছে। গত ৭ মার্চ যেখানে  অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ১৩৯ ডলারে পৌছে গিয়েছিল।তবে মঙ্গলবারের পর থেকেই অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ৯৯.১১ ডলারে নেমে আসে। যদিও দেশের খুচরো বাজারে শেষ অবধি পেট্রোল-ডিজেলের দাম কমার আশা আর পূরণ হল না। বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধির পথে হাঁটবে কেন্দ্রীয় সরকার। অবশেষে সেই পথেই হাঁটল ভারত। নিশব্দে জ্বালানীর দাম বাড়িয়েছে বিজেপির কেন্দ্রীয় সরকার, তোপ দেগেছেন ইতিমধ্য়েই মমতা বন্দ্য়োপাধ্যায়।