সংক্ষিপ্ত
- শহরে ব্যবসায়ীর বাড়িতে পিস্তল সহ টাকা চুরি
- কয়েকটা তথ্য রীতিমত তোলপাড় করে তুলেছে
- এই চুরির পিছনে কোনও বড় অপরাধ লুকিয়ে নেই তো
- কারণ স্পর্শ করা হয়নি আর দামী কোনও কিছুতেই
শহরে ব্যবসায়ীর বাড়িতে বড়সড় চুরি। তবে চুরির ঘটনায় কয়েকটা তথ্য রীতিমত তোলপাড় করে তুলেছে। এই চুরির পিছনে আরও কোনও বড় অপরাধ লুকিয়ে নেই তো। কারণ ব্যাবসায়ীর বাড়ি থেকে চুরি হয়েছে দু-দুটি লাইসেন্স পিস্তল ও ক্যাশ টাকা। এদিকে স্পর্শ করা হয়নি আর দামী কোনও কিছুতেই। এখানটাই আশঙ্কা বেড়েছে।
সেগুলিতে কোনও উৎসাহই দেখায়নি চোর
পুলিশি সূত্রে খবর, চেন্নাই-এ ব্য়বসার সূত্রে গিয়েছিলেন কলকাতার এক ধনী ব্যবসায়ী এম লক্সমন। ঘটনার মোড় নেয় তারপর পরই। তাঁর বিলাসবহুল ফ্ল্য়াটে ঢুকে বাইশ ও পঁচিশ বোরের লাইসেন্সড পিস্তল চুরি করা হয়েছে। নগত ৮৫ হাজার টাকাও চুরি করা হয়েছে। এই ঘরে রয়েছে আরও অনেক মূল্যবান জিনিস পত্র। সেসব কোনও উৎসাহই দেখায়নি। আর এখানে দানা বেধেছে প্রশ্নের ভিড়।
কোথায় আছে লুকিয়ে আগ্নেযাস্ত্র সহ অভিযুক্ত
অপরদিকে, জানা গিয়েছে পুজোর আগে ১৫ অক্টোবার বাড়ি থেকে চেন্নাই এর উদ্দেশ্যে রওনা দেন। এদিকে এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি। তবে পিস্তল গুলি যে লাইসেন্স প্রাপ্ত তা ইতিমধ্যেই চেক করা হয়েছে। 'আমরা আগ্নেযাস্ত্র সহ অভিযুক্তকে ধরায় চেষ্টা করছি', বলেছেন আইপিএস অফিসার।