সংক্ষিপ্ত
- কেন্দ্রের নিয়ম না মেনে রাজ্য লকডাউন করছে সরকার, অভিযোগ দিলীপের
- 'কিছু স্বেচ্ছাচারী মানুষকে সুবিধা দিতে লকডাউনের দিন বদল'
- ৪ সেপ্টেম্বর বিজেপির গণতন্ত্র বাঁচাও অভিযান, বললেন দিলীপ
- শিক্ষা নিয়ে সরকারের দায়িত্ব জ্ঞানহীন কাজ, অভিযোগ দিলীপের
লকডাউনের নিয়ম নিয়ে রাজ্যের বিরুদ্ধে ফের সরব হলেন দিলীপ ঘোষ। কেন্দ্রের নির্দেশিকা না মেনে রাজ্য সরকার ইচ্ছে মতো লকডাউনের নিয়ম বদলাচ্ছে বলেও অভিযোগ করলেন তিনি। সরকার লকডাউনকে হাতিয়ার করে কিছু স্বেচ্ছাচারী মানুষকে সুবিধা দিতে চাইছে বলে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ বলেন, ''মানুষের জীবন নিয়ে খেলা করছে রাজ্য সরকার, লকডাউনের নিয়ম না মেনেই ইচ্ছে খুশি পরিবর্তন করছে, কিছু স্বেচ্ছাচারী মানুষকে সুবিধা করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার, বিশেষ সম্প্রদায়কে লকডাউনের মধ্য়ে ফেলে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে বিজেপি''।
পাশাপাশি, এদিন রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও সরব হন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ, ''রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে হালকা ভাবে নিচ্ছে সরকার, ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ, তাঁদের জীবন নিয়ে খেলছে সরকার, শিক্ষা ক্ষেত্রে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে সরকার''। এছাড়াও, ভর্তি প্রক্রিয়ায় কাটমানি খাওয়ার অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি।
আগামী ৪ সেপ্টেম্বর রাজ্য জুড়ে গণতন্ত্র বাঁচাও অভিযান কর্মসূচি নিয়েছে বিজেপি। দিলীপ ঘোষ বলেন, ''রাজ্যের প্রতিটি এসডিও অফিসের সামনে ধর্না বিক্ষোভ দেখাবে বিজেপি সমর্থকরা, গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাবে বিজেপি নেতৃত্ব''। জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।