সংক্ষিপ্ত
শনিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার থেকেই একাধিক জেলায় তাপপ্রবাহ শুরু হয়ে যাবে। তার মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান। হাঁসফাঁসানি গরম বাড়বে এই তিন জেলায়।
সকালে ঘুম থেকে উঠেই দেখা মিলছে রোদের। বৃষ্টি তো দূর, মেঘলা আকাশেরই দেখা পাওয়া যাচ্ছে না। আর বেলা বাড়ার সঙ্গেই সঙ্গেই শুরু হয়ে যাচ্ছে হাঁসফাঁসানি গরম। গরমে যেন প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। বেলার দিকে বাড়ি থেকে বের হতে গেলেই ভয় করছে। রোদের তেজে পুড়ে যাচ্ছে গা। বৈশাখের এই গরমে কার্যত নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু, তা দক্ষিণবঙ্গের সব জেলায় হয়নি। কলকাতায় তো বৃষ্টির দেখাই পাওয়া যাচ্ছে না। আর এবার বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে সাফ জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তার পরিবর্তে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার থেকেই একাধিক জেলায় তাপপ্রবাহ শুরু হয়ে যাবে। তার মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান। হাঁসফাঁসানি গরম বাড়বে এই তিন জেলায়। বুধবার পর্যন্ত সেখানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়ায় ইতিমধ্যেই তাপপ্রবাহ ৪৩ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বীরভূমেও।
আরও পড়ুন- শনির ফাঁড়া অনুব্রত মণ্ডলের মাথায়, হাসপাতাল থেকে ছাড়ার পরেই সিবিআইয়ের তলব
এই সময় অন্য বছরগুলিতে তিন থেকে চারটি কালবৈশাখী হয়ে যায়। কিন্তু, এবছর এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে একটিও কালবৈশাখী হয়নি। বহু দিনই দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। শীতের সময় উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হয়েছিল। কিন্তু, তারপর থেকে আর বৃষ্টির দেখা পাওয়া যায়নি। সেই ২৮ ফেব্রুয়ারি শেষবার বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে। তারপর থেকে আর বৃষ্টির দেখা পাওয়া যায়নি। অবশ্য এই পরিস্থিতিতে হাওয়া অফিস কোনও আশার কথা শোনাল না।
আরও পড়ুন- ১২ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, গরু পাচারকাণ্ডে ইডি-র জালে বিএসএফ কম্যাডান্ট
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর পশ্চিম ভারত থেকে গরম হাওয়া মধ্য ভারত ও পূর্ব ভারতে প্রবেশ করছে। আর সেই গরম হাওয়া বিহার ও ঝাড়খণ্ড হয়ে প্রবেশ করছে বাংলায়। যার ফলে দক্ষিণবঙ্গে দিন দিন বাড়ছে তাপমাত্রা। হু হু চড়ছে পারদ। আর তার সঙ্গে বৃষ্টির দেখাই পাওয়া যাচ্ছে না। আর আগামী সপ্তাহের শুরুতে কয়েকটা দিন গরম একইরকম থাকবে। বরং গরমের পরিমাণ বাড়বে। সেই সঙ্গে আগামী ৫ দিন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে জানানো হয়েছে। ফলে এই মুহূর্তে কালবৈশাখীর দেখা মিলবে না। বৃষ্টি যা হবে তা উত্তরবঙ্গেই হবে।
আরও পড়ুন, কোন্নগরে তরুণীকে ধর্ষণে অভিযুক্তের সঙ্গে কাঞ্চন মল্লিকের ছবি ভাইরাল, সরব বাম-বিজেপি
এদিকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস মতো, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু, কলকাতায় এই মুহূর্তে কোনও বৃষ্টি হবে না। ফলে হাঁসফাঁসানি গরমকে বোল্ড আউট করে দিয়ে কবে যে কলকাতাবাসী বৃষ্টির মুখ দেখবে সেটাই এখন দেখার।