সংক্ষিপ্ত
- কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রায় সারাদিনই আকাশ মেঘলা থাকছে
- মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণ বাংলার বিভিন্ন এলাকায়
- জুন-জুলাইতে বৃষ্টির যা ঘাটতি ছিল তা অনেকটাই কমেছে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রায় সারাদিনই আকাশ মেঘলা থাকছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণ বাংলার বিভিন্ন এলাকায়। জুন-জুলাইতে বৃষ্টির যা ঘাটতি ছিল তা অনেকটাই কমেছে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপ যেটা বঙ্গোপসাগরের উপরে ছিল সেটি স্থলভাগে এসে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এছাড়া মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা থাকবে আকাশ ও হালকা বৃষ্টি হবে। পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
সমুদ্রে হাওয়া বেশি থাকার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী আগামী ২৪ ঘণ্টায়। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কমে -৩৯ এ এস গিয়েছে। আশা করা যাচ্ছে, অগাস্ট মাসে বৃষ্টি আরও হবে। ফলে ঘাটতি আরও একটু কমবে। কলকাতার বৃষ্টির ঘাটতি এখন -৪৯। উত্তরবঙ্গে উপরের ৫ জেলাতে বৃষ্টি একটু বেশি হবে। কলকাতার তাপমাত্রা খুব একটা বাড়বে না। তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্থি থাকবে।