সংক্ষিপ্ত
- ফের নামল শহরের সর্বিনম্ন তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রি নীচে
- সারা রাজ্যেই থাকছে শীতের আমেজ
- বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা
নতুন ইনিংসে ভালই ব্যাট করছে শীত। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব মুক্ত হতেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ। মঙ্গলবারও শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিম্নগামী। আগামী বুধবার পর্যন্ত শীতের এই আমেজ চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতালে জলীয় বাষ্পের পরিমাণ ৩২ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহর কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি।
এদিন শহর কলাকাতর আকাশ সকালে সামান্য কুয়াশায় ঢাকা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যায়। আগামী কয়েকদন বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশ্বাস দিচ্ছে আবহাওয়া দফতর।
বুধবার পর্যবন্ত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকবে। জেলার তাপমাত্রাও কমবে আরও ২ থেকে ৩ ডিগ্রি। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির কাছাকাথি থাকবে তাপমাত্রার পারদ। তবে বৃহস্পতিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা।