সংক্ষিপ্ত
শুক্রবার অবশেষে মুক্তি মিলতে চলেছে মহানগর কলকাতায়। এদিন শুধুই উত্তরবঙ্গে নয়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকাতেও।
শুক্রবার অবশেষে মুক্তি মিলতে চলেছে মহানগর কলকাতায়। সকাল থেকেই এদিন আকাশের মুখ ভার। আংশিক মেঘলা (Partly Cloudy Sky) আকাশের মাঝেই সুখবর দিল হাওয়া অফিস (Weather Office)। এবার আর শুধুই উত্তরবঙ্গে নয়, বৃষ্টির সম্ভাবনা (Rain) রয়েছে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকাতেও। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সকাল সাড়ে ৭ টায় এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়ার্স।
গত কয়েকদিন ধরেই তাপমাত্রা বাড়তেই অস্বস্থি বেড়েছে। বৃহস্পতিবার রাতে দক্ষিণবঙ্গে সন্ধ্যের পর হালকা হাওয়া দিয়েছে। তবুও আদ্রতা আর পারদ চড়ে বেশ অস্বস্থি লাগছে। পাখা চালিয়েও খুব একটা শান্তি নেই। এহেন পরিস্থিতিতেই খুশির খবর দিল হাওয়া অফিস। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য়, এবার বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলেও প্রচুর পরিমাণে জলীয়বাস্প প্রবেশ করে রাজ্যে। বৃষ্টি দক্ষিণবঙ্গে না হলে উত্তরবঙ্গে পূর্বভাস ছিল। উত্তরবঙ্গের সিকিম, জলপাইগুড়িতে, দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনাও ছিল। তবে এই মুহূর্তে যার জেরে বিপুল পরিমাণ বাস্প তৈরি হচ্ছিল, সেই ঘূর্ণিঝড় অশনিই বিদায় নিয়ে মায়ানমারের দিকে অনেক আগেই চলে গিয়েছে। তাই এবার হাঁসফাঁস অবস্থা কাটিয়ে শুক্রবার অবশেষে বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা-সহ পাশ্ববর্তী এলাকাও।
আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আগামী দুই থেকে তিন দিনে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।কলকাতা তাপমাত্রা বেড়ে ৩৬ থেকে ৩৭ এর আশে পাশে থাকবে।দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বা ২ ডিগ্রি বেশি থাকবে। হাওয়া অফিস জানিয়েছে,রাজ্যে শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। অপরদিকে, শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ। সর্বনিম্ন ৩৮ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন, নববর্ষেই শুভারম্ভ, এপ্রিলেই চালু হবে শিয়ালদহ মেট্রো
অপরদিকে, হাওয়া অফিস সূত্রে খবর, রাজস্থান এবং মধ্যপ্রদেশে দুটি পৃথক ঘূর্ণাবর্ত হয়েছে। মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে কর্ণাটক পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। সব রাজ্যে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে । তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। শুধুমাত্র দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। পশ্চিম রাজস্থান ও মধ্যপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও দেশের আর কোথাও তাপ-প্রবাহের পরিস্থিতি থাকবে না।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন রাজ্য জম্মু কাশ্মীর মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। শুক্রবার এর মধ্যে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এর সম্ভাবনা রয়েছে কেরালা তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল অন্ধপ্রদেশের উপকূল অংশ এবং কর্ণাটক ও রায়েলসীমাতে। মঙ্গলবার থেকে আগামী পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে। প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে বৃষ্টিপাতের পূর্বাভাস।