সংক্ষিপ্ত


রবিবার ভোর থেকেই আকাশ মেঘলা কলকাতা-সহ রাজ্যে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন রাজ্যের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সকাল ৭ টায় এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়ার্স।

 

রবিবার ভোর থেকেই আকাশ মেঘলা কলকাতা-সহ রাজ্যে। হাওয়া অফিস (Weather Office)  জানিয়েছে, এদিন রাজ্যের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।  রবিবার তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। যদিও কলকাতায় তাপমাত্রা কিছুটা বাড়লেও স্বাভাবিকের নিচে এখনও পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সকাল ৭ টায় এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়ার্স।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকে দুই বঙ্গেই বৃষ্টিপাত শুরু হবে।আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি।  বাদবাকি জেলায় মাঝারি বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে রবিবার ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। সোমবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে বেশি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারেও দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। এই বৃষ্টিপাতের কারণ একটি বিপরীত ঘূর্ণাবর্ত পাশাপাশি বঙ্গোপসাগরের উপর থেকে আসা জলীয় বাষ্প।কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।হাওড়া অফিস জানিয়েছে,  দার্জিলিং- কালিম্পংয়ে  হালকা বৃষ্টি হবে। বৃষ্টি বাড়বে রবিবার। উত্তরবঙ্গের বাকি জেলাতে  আংশিক মেঘলা আকাশ। হালকা বৃষ্টির সম্ভাবনা রবিবার। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তরে হাওয়া। পুবালি হাওয়ার দাপট বাড়বে।   প্রচুর জলীয় বাষ্প ঢুকবে পূবালী হওয়ায় ভর করে। এই জলীয় ও বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ ও বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা দক্ষিন ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। উপকূল সংলগ্ন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪পরগনা, ঝাড়গ্রাম জেলাতেও হালকা- মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন, ফের বিধানসভার অধিবেশন ঘিরে জল্পনা, রাজ্যের পাঠানো সুপারিশ কী কারণে ফেরত পাঠালেন ধনখড়

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ দিন সর্বনিম্ন তাপমাত্রা একই থাকবে। নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই। তবে ইতিমধ্য়েই তাপমাত্রা আগের তুলনায় বেড়েছে। রবিবার তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। তবে কলকাতায় তাপমাত্রা কিছুটা বাড়লেও স্বাভাবিকের নিচে এখনও পারদ।রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে।  অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ।  সর্বনিম্ন ২৭ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস।  এদিকে গত সপ্তাহে যেখানে সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল  ২৩.৩ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।  সর্বনিম্ন ৪৪ শতাংশ  বলে জানিয়েছিল হাওয়া অফিস।

অপরদিকে, পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বৃষ্টির পূর্বাভাস। মধ্য মহারাষ্ট্রে ঘূর্ণাবর্ত। পুবালি হাওয়ায় প্রচুর জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন বৃষ্টি ঝোড়ো হাওয়া বইবে উত্তর-পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যে। আজ থেকে মঙ্গলবার এর মধ্যে ঝড়ো হাওয়া বইবে হরিয়ানা চন্ডিগড় দিল্লি এবং উত্তরপ্রদেশে। কিছু অংশেও ঝড় হাওয়ার সম্ভাবনা। ২৫ থেকে ৩৫ কিলোমিটার গতিবেগে এই ঝড়ো হাওয়া বইবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে জম্মু -কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকার রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও হালকা তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে পাঞ্জাব এবং রাজস্থানের মত রাজ্যেও। রবিবার থেকে অরুণাচল প্রদেশ-সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি তে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার ও সোমবার অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।