সংক্ষিপ্ত
বুধবারও রাজ্যে তীব্র দাবদাহে অস্থির অবস্থা। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টা অবধি তাপপ্রবাহ চলবে। তবে বৃষ্টি নিয়ে সুখবরও দিয়েছে হাওয়া অফিস।
বুধবারও রাজ্যে তীব্র দাবদাহে অস্থির অবস্থা। অনেকেই বেলা এগারোটা থেকে ৪ টের মধ্যে বাইরে থাকলে অসুস্থ অনুভব করছেন। এহেন পরিস্থিতি থেকে এখনই বিরাম নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টা অবধি তাপপ্রবাহ চলবে। একাধিক জেলায় বইবে লু। তবে বুধবার থেকে কলকাতায় লু-র প্রকোপ কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও সুখবর এটাই, আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় বৃষ্টি, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বইবে লু
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টা অবধি তাপপ্রবাহ চলবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পারদ কিছুটা নিম্নগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে এদিনও থাকবে তীব্র গরম। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে বইবে লু। যদিও তীব্র দাবদাহের অস্বস্তি কাটিয়ে, আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১ -৩ মে-এর মধ্যে শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, কলকাতায় আপাতত তাপপ্রবাহের কোনও পরিস্থিতি তৈরি হবে না। তবে অস্বস্তিকর গরম বজায় থাকবে।
আরও পড়ুন, কলকাতা-দিল্লি-সহ সারা দেশে পেট্রোল দাম কী, জানুন কোথায় সেঞ্চুরি হাঁকাবার অপেক্ষায় ডিজেল
কালবৈশাখী
শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।উল্লেখ্য, এই সময় অন্য বছরগুলিতে তিন থেকে চারটি কালবৈশাখী হয়ে যায়। কিন্তু, এবছর এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে একটিও কালবৈশাখী হয়নি। বিগত অনেকদিন ধরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। শীতের সময় উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হয়েছিল। কিন্তু, তারপর থেকে আর বৃষ্টির দেখা মেলেনি। ২৮ ফেব্রুয়ারি শেষবারের মতন বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে। তারপর থেকে আর বৃষ্টির দেখা পাওয়া যায়নি। মে মাসের শুরুতে এখন কলকাতায় স্বস্তির বৃষ্টি হয় কিনা, সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন, 'বাঁচার সম্ভাবনা কম, ওঁকে মেরে ফেলা হতে পারে,' অনুব্রতকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দাবদাহের পরিস্থিতি কমবে, উত্তরবঙ্গে বৃষ্টি
তবে বুধবার থেকে কলকাতায় লু-র প্রকোপ কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে।আদ্রতার ফলে আরও অস্বস্তি বাড়বে। শুক্রবার আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে দাবদাহের পরিস্থিতি কমবে। বাড়বে আদ্রতা জনিত অস্বস্তি। তবে উত্তরবঙ্গে প্রকৃতি অনেকটাই অনুকূলে থাকবে। বুধবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার-সহ বিভিন্ন সমতল এলাকায় দমকা হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৮ তারিখ থেকে দার্জিলিং, কালিংপং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে।২৯ তারিখ পাবর্ত্য এলাকায় বৃষ্টি পরিমাণ কিছুটা বাড়বে।
শহরের তাপমাত্রা কত ?
হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে সকাল সাড়ে ৭ টায় শহরের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়ার্স। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.০ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। অপরদিকে, শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ। সর্বনিম্ন ৫২ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।