সংক্ষিপ্ত
- প্রতিদিন রাজ্য়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা
- রাজ্য়ে গত একদিনে মৃত্যু হয়েছে ৫৮ জনের
- গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন তিন হাজারের বেশি
- বাংলায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৭ হাজার
চিকিৎসকরা বলছেন এখনও সর্বোচ্চ স্থানে আসেনি করোনার গ্রাফ। তা সত্ত্বেও প্রতিদিন রাজ্য়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্য়ের স্বাস্থ্য় দফতরের বুলেটিন বলছে, রাজ্য়ে একদিনে মৃত্যু হয়েছে ৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন তিন হাজারের বেশি। পাশাপাশি বাংলায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৭ হাজার।
পরিসংখ্য়ান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনার পরীক্ষা হয়েছে ৩৪ হাজারের বেশি৷ রাজ্য়ে সুস্থ হয়ে ওঠার হার বেড়ে দাঁড়িয়েছে ৭৪ শতাংশ৷ বুলেটিন বলছে, বাংলায় একদিনে মৃতের সংখ্যা কমেছে মাত্র ২জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৮ জনের৷ আগে যা ছিল ৬০ জন৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৩৭৭ জনের৷
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে ছাড়িয়েছে তিন হাজার৷ একদিনে আক্রান্ত হয়েছেন ৩,০৭৪ জন৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৩,৪৩২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও বেড়ে হয়েছে ২৭,২১৯ জন৷ বিগত একদিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,৬৪৭ জন৷ তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৮৩ হাজার ৮৩৬ জন৷ সুস্থ হয়ে উঠার হার বেড়ে হল ৭৩.৯১ শতাংশ৷
তবে আশা জাগাচ্ছে করোনা পরীক্ষার সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্য়ে করোনা টেস্ট হয়েছে ৩৪,২১৪ টি৷ শুক্রবার ছিল ৩১, ৩১৭ টি৷ সব মিলিয়ে রাজ্য়ে কোভিড টেস্টের সংখ্যা ১২,৮২,৪৮৬টি৷ রাজ্য়ে যে ৫৮ জনের মৃত্যু হয়েছে,তাদের মধ্যে কলকাতারই রয়েছেন ২১ জন৷ এছড়াও উত্তর ২৪ পরগনার ১৫,দক্ষিণ ২৪ পরগনার ৫, হাওড়ার ৪ ও হুগলি ২ জন করোনা নিয়ে মারা গিয়েছেন।
পাশাপাশি রাজ্য়ে একদিনে করোনায় মৃত্যু হয়েছে, পশ্চিম বর্ধমানে ১ জন,পূর্ব মেদিনীপুর ৩, নদিয়ায় ১, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে ১ জনের৷ দার্জিলিংয়ে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২ জন৷