সংক্ষিপ্ত

  • রাজ্য়ে একদিনে করোনা নিয়ে মৃতের সংখ্য়া কমল
  •  গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৪১ জনের
  • বাংলায় সুস্থ হয়ে ওঠার হার বেড়েছে ৮৬ শতাংশ
  • কলকাতায় মৃতের সংখ্য়া একদিনে কমে ৫ জন


 

রাজ্য়ে একদিনে করোনা নিয়ে মৃতের সংখ্য়া কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্য়া। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য় দফতরের বুলেটিন বলছে,গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৪১ জনের। আশার খবর সুস্থ হয়ে ওঠার হার বেড়েছে ৮৬ শতাংশ।

করোনা আক্রান্ত কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা.

পরিসংখ্য়ান বলছে, মঙ্গলবারও রাজ্য়ে করোনা নিয়ে মৃতের সংখ্যা ছিল ৫৭৷ যার জেরে সব মিলিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ ,৭৭১ জন৷ যে ৪১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার রয়েছেন মাত্র ৫ জন৷ এই রিপোর্ট হতবাক করেছে অনেককেই। কারণ সংখ্য়া বলছে, মহানগরের সাম্প্রতিক অতীতে রাজ্য়ের মধ্য়ে সবথেকে বেশি করোনা নিয়ে মৃত্যু হচ্ছিল এই কলকাতাতেই। কিন্তু সেখান থেকে এখন নিম্নমুখী মৃত্যুর সংখ্য়া মহানগরে।

মমতাকে হিন্দুবিরোধী বলে আক্রমণ নাড্ডার, বিজেপিকে পাল্টা দিল তৃণমূল

এদিকে উত্তর ২৪ পরগনায় করোনা নিয়ে মারা গিয়েছেন ১০ জন৷ হাওড়াতেও সংখ্য়াটা একই ১০ জন৷ হুগলিতে ২ জন, পশ্চিম বর্ধমানে ১ জন। এছাড়াও পশ্চিম মেদিনীপুরে ৪ জন, বীরভূমে ১ জন, মালদায় ২ জন সংক্রমণ নিয়ে মারা গিয়েছেন। উত্তর দিনাজপুরে করেনা নিয়ে মৃতের সংখ্য়া ২, জলপাইগুড়িতে ১ জন৷ পাশাপাশি দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ারে করোনা পজিটিভ  নিয়ে মারা গেছেন ১ জন৷

ঘরেই যখন 'বিভীষণ',মমতার ভাগ্যে কটা আসন

স্বাস্থ্য় দফতেরের বুলেটিন বলছে, একদিনে রাজ্য়ে আক্রান্ত ৩,১১২ জন৷ মঙ্গলবার এই সংখ্য়াটা ছিল ৩,০৯১ জন৷ সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১, ৯৩,১৭৫ জন৷ গত ২৪ ঘণ্টায় বাংলায় সুস্থ হয়ে উঠেছেন ৩,০৩৫ জন৷ মঙ্গলবার যে সংখ্য়াটা ছিল ২,৯৯৬ জন৷ ফলে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ১, ৬৬, ২৭ জন৷ তার ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৫.৯৫ শতাংশ৷ রাজ্যে ফের বাড়ল অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ২৩ হাজার ৩৭৭ জন৷ মঙ্গলবারের তুলনায় ৩৬ জন বেশি৷

পিসির রাজত্বে ভাইপোর কীসের ভয়,কঙ্গনা প্রসঙ্গে মহুয়াকে পাল্টা বাবুলের

"