করোনার ভয়ে কলকাতা থেকে পাততাড়ি গোটাচ্ছেন বাংলাদেশিরা যার ফলে শহরের ব্য়বসা এক গভীর মন্দার মুখোমুখি মধ্য় কলকাতার ছোটখাট হোটেল, বাজারদোকানে খাঁ-খাঁ করছে বাইপাসের কর্রোরেট হাসপাতালগুলোতেই কমছে আউটডোর রোগীর সংখ্য়া
করোনার ভয়ে শহর থেকে মুখ ফেরাচ্ছেন বাংলেদেশিরা। আর তার প্রভাবেই কলকাতার কর্পোরেট হাসপাতাল থেকে শুরু করে নিউ মার্কেট পর্যন্ত কার্যত মাছি তাড়াচ্ছে। কারণ, বলাই বাহুল্য়, বাংলাদেশ থেকে বাইপাসের বেসরকারি হাসপাতালগুলোতে অসংখ্য় রোগী আসেন, ভরতি হন আর তারপর সুস্থ হয়ে ফিরে যান। আর ওপার বাংলার নাগরিকদের সৌজন্য়েই এখানকার নিউ মার্কেট থেকে মার্কাস স্কোয়ার অনেক বেশি জমজমাট থাকে সারাবছর।
পরিস্থিতিতেএইভাবেচলতেথাকলে, আশঙ্কাকরাহচ্ছে, অচিরেই৪৪০কোটিটাকারক্ষতিরসম্মুখীনহবেকলকাতা।
ভারতেতোবটেই, কলকাতাতেসম্প্রতিব্য়াপকভাবেছড়িয়েছেকরোনারআতঙ্ক। গতসপ্তাহেরাজ্য়সরকারজানিয়েদিয়েছিল, এইসোমবারথেকে৩১মার্চপর্যন্তবন্ধথাকবেরাজ্য়েরসমস্তস্কুল। এদিকেশুধুস্কুলইনয়, সেইসঙ্গেঝাঁপপড়েছেকলেজগুলোতেও। এমনকিহাইকোর্টওনিম্নআদালতেওখুবজরুরিশুনানিছাড়াকাজচলবেনাবলেজানিয়েদেওয়াহয়েছে। শহরেরনামি-দামিশপিংমলগুলোওখাঁ-খাঁকরছে। এইপরিস্থিতিতেভয়বাআতঙ্কযতবাড়ছে, ততবেশিদেশেফিরছেনবাংলাদেশিরা। আরতাতেকরেএকগভীরমন্দারমুখোমুখিহতেচলেছেশহরেরব্য়বসাবাণিজ্য়।
গতসপ্তাহথেকেইনিজেদেরদেশেফেরারহিড়িকপড়েগিয়েছেবাংলাদেশিদের মধ্য়ে। বিমান ধরতে সবাই ব্য়স্ত। যদিও একের-পর-এক বিমান বাতিল হয়ে যাচ্ছে। তাই অগত্য়া ট্রেন ধরতে হচ্ছে। এমতাবস্থায় মধ্য় কলকাতার হোটেলগুলোর ঘর ভাড়া নেওয়ার লোকের সংখ্য়া উল্লেখযোগ্য়ভাবে কমছে। বিশেষ করে সাদার স্ট্রিট, মার্কাস স্কোয়ারের হোটেলগুলো একন কার্যত ফাঁকা যাচ্ছে।
শুধুহোটেলবাবাজারইনয়। সেইসঙ্গেবাইপাসের হাসপাতালগুলোতে উদ্বেগজনকভাবে কমছে রোগীর সংখ্য়া। আউটডোরে ১৫ থেকে ৩০ শতাংশ কমেছে রোগী। যাগোটামাসেরহিসেবেপ্রায়৩০০কোটি টাকা। নিউ মার্কেটের মতো মধ্য় কলকাতার বাজারগুলোতে ভিড় কমেছে ৪০ শতাংশ। যা গোটা মাসের হিসেবে ১২০ কোটি টাকা। ছোটখাট হোটেলগুলোতে ভাড়া নেওয়ার বোর্ডারের সংখ্য়াও কমেছ৯০ শতাংশ। যা গোটা মাসের হিসেবে ১৫ কোটি টাকা। সেইসঙ্গে কর্পোরেট হাসপাতালে চিকিৎসা করাতে আসার জন্য় যে ধরনের গেস্ট হাউজগুলো ভাড়া দেওয়া হত, সেখানে ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে ৫ কোটি।
অর্থাৎ, সোজা কথায় এইভাবে বাংলাদেশিরা শহর থেকে মুখ ফেরালে আগামী এক মাসের মধ্য়েই ৪৪০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে কলকাতাকে। যার মধ্য়ে অন্য়তম হল কর্পোরেট হাসপাতাল।
