শীতের মরশুমে লাগবে না লিপবাম, ঘরোয়া উপায় দূর হবে ফাটা ঠোঁটের সমস্যাশীতকালে ঠোঁট ফাটার সমস্যায় অনেকেই ভোগেন। ঠোঁট এক্সফলিয়েট, পর্যাপ্ত জল পান এবং নিয়মিত লিপবাম ব্যবহার করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সানস্ক্রিন ব্যবহার ও ঠোঁটে ক্রিম লাগানোও উপকারী।