- Home
- West Bengal
- West Bengal News
- DA না দিলেও রাজ্য সরকারি কর্মীদের বিরাট সুবিধে দিচ্ছেন মমতা, বছর শেষে মানা হল দাবি
DA না দিলেও রাজ্য সরকারি কর্মীদের বিরাট সুবিধে দিচ্ছেন মমতা, বছর শেষে মানা হল দাবি
- FB
- TW
- Linkdin
ডিএ নিয়ে বিবাদ
রাজ্য সরকারের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘভাতা নিয়ে বিবাদ দীর্ঘদিনের। ডিএ না দিলেও রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় পদক্ষেপ নিচ্ছে সরকার।
ডিএ মামলা
রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল আগামী ৭ জানুয়ারি। কিন্তু মামলা পিছিয়ে যেতে পরে বলেও সুপ্রিম কোর্ট সূত্রের খবর।
তারই মধ্যে সুখবর
এইপরিস্থিতিতেই বছর শেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য রয়েছে সুখবর। এবার থেকে সরকারি কর্মীরা বাড়তি সুবিধে পাবে।
হেলথ স্কিম
রাজ্য সরকরি কর্মীদের হেলথ স্কিম রয়েছে। সেই স্কিমের অধীনেই এবার তাঁরা বাড়তি সুবিধে পেতে চলেছেন বলে নবান্ন সূত্রের খবর।
বড় পদক্ষেপ মমতার
রাজ্য সরকারি কর্মীদের হেলথ স্কিম নিয়ে এবার বড় পদক্ষেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার।
হেলথ স্কিমের আপডেট
হেলথ স্কিমের আওতায় নতুন যে ১৩টি হাসপাতাল নিয়ে আসা হয়েছে, তার মধ্যে ৭টিই উত্তরবঙ্গের। এর মধ্যে মালদার ৩টি, দক্ষিণ দিনাজপুরের ২টি, শিলিগুড়ির ১টি এবং আলিপুরদুয়ারের ১টি বেসরকারি হাসপাতাল রয়েছে বলে খবর।
রাজ্য সকরারি কর্মীদের দাবি
রকারি কর্মীদের একাংশ দীর্ঘদিন ধরেই রাজ্যের হেলথ স্কিমের অধীন সেখানকার আরও কয়েকটি হাসপাতাল যুক্ত করার দাবি জানাচ্ছিলেন। অবশেষে তাঁদের সেই দাবি মেনে নেওয়া হল।
হেলথ স্কিমের সুবিধে
রাজ্যের হেলথ স্কিমের অধীন বাংলার কর্মরত এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা চিকিৎসার সুবিধে পান।
প্রকল্পের টাকা
এই প্রকল্পের অধীনে সরকারি কর্মীরা নিজেদের জন্য বছরে ২ লক্ষ টাকা আর পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা অবধি ক্যাশলেস সুবিধে পান।