- Home
- West Bengal
- West Bengal News
- রাজ্য সরকারের দেওয়া ৬০ হাজার টাকা পেয়েছেন তো? আবাস যোজনায় ৩টি হেল্পলাইন চালু নবান্নর
রাজ্য সরকারের দেওয়া ৬০ হাজার টাকা পেয়েছেন তো? আবাস যোজনায় ৩টি হেল্পলাইন চালু নবান্নর
আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ১২ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে চালু করা হয়েছে তিনটি হেল্পলাইন নম্বর। টাকা নিয়ে নিজেদের সমস্যার কথা যাতে সুবিধেভোগীরা জানাতে পারেন।

আবাস যোজনা নিয়ে টানাপোড়েন
কেন্দ্রীয় সরকারের সঙ্গে আবাস যোজনার টাকা নিয়ে টানপোড়েন শুরু হয়েছে রাজ্যের। কেন্দ্রের আবাস যোজনা নিয়ে বেশ কিছু গরমিল ধরা পড়েছিল। তাই কেন্দ্র আপাতত টাকা দেওয়া বন্ধ রেখেছে।
রাজ্যের উদ্যোগ
কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ রাখলেও রাজ্য সরকার নিজের পকেট থেকেই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দিয়েছে।
টাকা দিচ্ছে রাজ্য
নবান্ন সূত্রের খবর আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ইতিমধ্যেই পাঠিয়েছে নবান্ন।
প্রাপকের সংখ্যা
নবান্ন সূত্রের খবর, প্রথম কিস্তির পাঁচ হাজার টাকা ইতিমধ্যেই ১২ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান হয়েছে।
চালু হেল্প লাইন নম্বর
টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর সঙ্গে সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তিনটি হেল্পলাইন নম্বরও চালু করেছে।
হেল্পলাইনের কারণ
সরকারি বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছে, আবাস যোজনার উপভোক্তাদের যে কোনও সমস্যা হলে তাঁরা ওই তিনটি নম্বরে ফোন করে যোগাযোগ করে তাঁদের সমস্যার কথা জানাতে পারেন।
হেল্পলাইন নম্বরগুলি গুলি হল-
পঞ্চায়ের দফতরের হেল্পলাইন নম্বর- ১৮০০ ৮৮৯ ৯৪৫১। সরাসরি মুখ্যমন্ত্রী-র হেল্পলাইন নম্বর-৯১৩৭০ ৯১৩৭০ আর জরুরি হেল্পলাইন নম্বর-১১২ ।
মোবাইলে বার্তা
ট্যাবের টাকা তছরুপের পরই এজাতীয় জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে রীতিমত সতর্ক রাজ্য সরকার। আর সেই কারণে আবাস প্রকল্প নিয়েও সতর্ক রয়েছে নবান্ন। পাঠান হয়েছে মোবাইলে বার্তাও।
যোগ্যদের টাকা
নবান্নর পক্ষ থেকে বলা হয়েছে, যারা আবাস যোজনার টাকার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন তাদের আগেই মোবাইলে মেসেজ করা হয়েছে। কিন্তু মেসেজ পেয়েও যারা টাকা পাননি তাদের জরুরি ভিত্তিতে য়োগাযোগ করতে বলা হয়েছে।
কাটমানি রুখতে বড় পদক্ষেপ
নবান্নর হেল্পলাইন নম্বর চালু করার আরও একটি কারণ হল নিচুতলায় আবাস যোজনার টাকা নিয়ে কাটমানির অভিযোগ যাতে না ওঠে। কারণ আবাস যোজনা নিয়ে আগেও তৃণমূলের বিরুদ্ধে কাটমানি তোলার অভিযোগ উঠেছিল।