সংক্ষিপ্ত

ত্বকের যত্ন নিতে মেনে চলুন ঘরোয়া টোটকা (Home made tips)। ত্বকের যত্ন নিতে ব্যবহার করতে পারেন এই পাঁচটি ফেসপ্যাক। এই প্যাকের গুণে মাত্র কয়েক মিনিটে ত্বক উজ্জ্বল হয়। নিয়মিত ব্যবহার করুন এই প্যাকগুলো। ত্বকের জন্য বেশ উপকারী এই প্যাক। 

ত্বক উজ্জ্বল করতে কত কী করে থাকি। বাজার চলতি হাজারও প্রোডাক্টের (Products) ব্যবহার। কখনও ক্লিনজার, টোনার, কখনও প্যাক ব্যবহার করে থাকি। আবার কখনও কখনও চলে মাস্কের (Mask) ব্যবহার। ত্বকের নানান সমস্যা থেকে মুক্তি পেতে ফেসওয়াশ (Face Wash) থেকে ফেসপ্যাক (Face Pack), কত কী ব্যবহার করে থাকি। কিন্তু, আখরে তেমন লাভ হয় না। এবার ত্বকের যত্ন নিতে মেনে চলুন ঘরোয়া টোটকা (Home made tips)। ত্বকের যত্ন নিতে ব্যবহার করতে পারেন এই পাঁচটি ফেসপ্যাক। এই প্যাকের গুণে মাত্র কয়েক মিনিটে ত্বক উজ্জ্বল হয়। নিয়মিত ব্যবহার করুন এই প্যাকগুলো। ত্বকের জন্য বেশ উপকারী এই প্যাক। 

ওটমিল ফেসপ্যাক
দেড় কাপ ওটমিল, ২ থেকে ৩ টেবিল চামচ দই এবং ১ টেবিল চামচ মধু নিয়ে ভালো করে মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে নিয়ে প্যাক বানান। মিশ্রমটি ১০ থেকে ১৫ মিনিট রেখে শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাকের গুণে ত্বক উজ্জ্বল হবে। 

অ্যালোভোরা ফেসপ্যাক
একটি অ্যালোভেরার পাতা কেটে জেল বের করে নিন। এবার তার সঙ্গে মেশান ১ টেবিল চামচ মধু, ও ১ চা চামচ লেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাকের গুণে ত্বক উজ্জ্বল হবে। 

পেঁপে ফেসপ্যাক
প্রথমে পেঁপে কেটে ব্লেন্ডারে পেস্ট করে নিন। তার সঙ্গে মেশান মধু। এক চা চামচ দুধ মেশান। ভালো করে পেস্ট করে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাকের গুণে ত্বক উজ্জ্বল হয়। মিশ্রণটি ত্বকের জন্য উপকারী। 

শসার ফেসপ্যাক 
ত্বকের জন্য শসা বেশ উপকারী। শসা কেটে ব্লেন্ড করে নিন। ছেঁকে রস বের করে নিন। এবার সঙ্গে মেশান মধু। ভালো করে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট রেখে  শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিশ্রণটি ত্বকের জন্য বেশ উজ্জ্বল। 

তরমুজের ফেসপ্যাক
তরমুজের খোসা কেটে তরমুজ ব্লেন্ড করে নিন। ছেঁকে নিয়ে তার সঙ্গে দই মেশান। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। ২০ মিনিট রেখে ঘষে ধুয়ে নিন। মিশ্রণটি ত্বকের জন্য বেশ উপকারী। মিশ্রণটি সপ্তাহে দুদিন ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে।    

আরও পড়ুুন- মাত্র ৫ মিনিটে নখ হবে মজবুত, নখের যত্ন নিতে মেনে চলুন এই টোটকা, জেনে নিন কী করবেন

আরও পড়ুন- দ্বিতীয় বিশ্ব যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে, এটা জানিয়ে ইউক্রেন সেনা বাহিনীতে দরখাস্ত ৯৮এর বৃদ্ধার

আরও পড়ুন- ভারতে এই ৬ সবজি চাষ করলেই মিলবে ডাবল মুনাফা, জেনে নিন সেই তালিকা